ফরিদপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে শাহিন চৌধুরী (৪১) নামে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (০৮ অক্টোবর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত শাহিন চৌধুরী সদরপুর উপজেলার শৌলডুবী আবুলের মোড় গ্রামের মান্নান চৌধুরীর ছেলে।
মেয়ের বাবা কুদ্দুস মোল্লা বাদী হয়ে সদরপুর থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, শাহিন চৌধুরী সদরপুর থানার শৌলডুবী আবুলের মোড় গ্রামের এক স্কুলছাত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন। মেয়েটি রাজি না হওয়ায় তাকে ভয়ভীতি দেখান এবং অপহরণের হুমকিও দেন। ঘটনার দিন শাহিন চৌধুরী মেয়েটিকে বলেন যে তার চাচি ডাকছেন। এই কথা বলে তিনি মেয়েটিকে তার বসতঘরের মধ্যে নিয়ে যান এবং ঘরের দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, রাষ্ট্রপক্ষ মামলার এ রায়ে সন্তুষ্ট হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন