জনবান্ধব, স্বচ্ছ ও নিরপেক্ষ পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে ‘পুলিশ জবাবদিহিতা কমিশন ২০২৫ (খসড়া)’ চূড়ান্ত করতে বৃহস্পতিবার (৯ অক্টোবর) একটি গুরুত্বপূর্ণ সভা আহ্বান করেছে সরকার।
বিকেল ৩টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিনি কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হবে। বুধবার (৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, সভায় সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সভায় উপস্থিত থাকবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার।
সূত্র জানিয়েছে, সভায় কমিশনের কাঠামো, এখতিয়ার, অভিযোগ গ্রহণ ও তদন্ত প্রক্রিয়া, নাগরিক অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং কমিশনের স্বাধীনতা রক্ষার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এছাড়া, পুলিশি অনিয়ম ও নাগরিক হয়রানির অভিযোগ যাচাইয়ে একটি স্বতন্ত্র তদন্ত ইউনিট গঠনের প্রস্তাবও উত্থাপিত হতে পারে।
বিশেষজ্ঞরা মনে করছেন, কমিশন গঠিত হলে নাগরিকদের অভিযোগের দ্রুত নিষ্পত্তি, পুলিশি ক্ষমতার অপব্যবহার প্রতিরোধ এবং সুশাসন প্রতিষ্ঠায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।
সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, ‘এই কমিশনের মূল লক্ষ্য হলো পুলিশকে জবাবদিহিতার আওতায় এনে জনগণের আস্থা ফিরিয়ে আনা। বাস্তবায়িত হলে পুলিশের কাজের স্বচ্ছতা ও মানবাধিকার পরিস্থিতি দু’টিই উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন