চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি মাদ্রাসার দুই আবাসিক ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছে। গত শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই ছাত্রী হলোÑ উপজেলার রাধানগর ইউনিয়নের লেবুডাঙ্গা গ্রামের তানিয়া খাতুন (১২) এবং বেগপুর গ্রামের জামিলা খাতুন (১০)।
গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতেই অসুস্থ অবস্থায় দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মাদ্রাসা কর্তৃপক্ষের বরাত দিয়ে রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান বলেন, রাতে ১৩ জন ছাত্রী মাদ্রাসার একটি কক্ষে একসঙ্গে ঘুমিয়ে ছিল। রাত দেড়টার দিকে তানিয়া ও জামিলা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদের পেটব্যথা ও বমির উপসর্গ দেখা দেয়। এরপর মাদ্রাসার এক শিক্ষিকা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. আলিম জানান, ভোর ৪টার দিকে দুই ছাত্রীকে হাসপাতালে আনা হয়। এ সময় জামিলা আগেই মারা যায়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তানিয়ার পায়ের দিকে সামান্য ক্ষত ছিল এবং গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসা শুরুর আগেই সেও মারা যায়।
তিনি আরও বলেন, ‘তানিয়ার পায়ে দাগ ছিল এবং জামিলার শরীরে হলুদভাব দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাপ বা অন্য কোনো বিষাক্ত প্রাণীর কামড়ে তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত হওয়া যাবে না।’
ওসি ওয়াদুদ আলম বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ দুটি ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মাদ্রাসার পরিচালক আশরাফ আলী বলেন, রাত ১১টার দিকে প্রথমে এক ছাত্রী বমি করতে শুরু করে। পরে আরেকজন অসুস্থ হয়ে পড়ে। তাদের সহপাঠীরা শিক্ষিকাকে বিষয়টি জানালে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, তবে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন