রংপুরের পীরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার কুমেদপুর ইউনিয়নের রসুলপুর (সাতভিটা) গ্রামের চান মিয়ার ছেলে মান্নান মিয়া (৩২)। যৌথ বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার ৯ নম্বর সদর ইউনিয়নের লালদীঘি বাজার সংলগ্ন কুমেদপুর রাস্তার বটতলা মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন