ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

স্বাস্থ্য উপদেষ্টা বললেন রংপুরে হবে তিন রোগের  বিশেষায়িত হাসপাতাল

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ০৬:৩০ এএম

কিডনি, ক্যানসার ও হৃদরোগের জন্য রংপুরে ৫৬০ শয্যার বিশেষায়িত হাসপাতাল তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম। 

উপদেষ্টা বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বেডের থেকে রোগীর সংখ্যা বেশি হওয়ায় মেঝেতে চিকিৎসা নিচ্ছে তারা। তাই সরকার এই পরিকল্পনা নিয়েছে। এরই মধ্যে এটার জন্য বাজেট পাস হয়ে গেছে। আমরা করতে না পারলেও যে সরকার আগামীতে আসবে, তারা করবে। 

তিনি আরও বলেন, ইজিপির মাধ্যমে হাসপাতালগুলোর স্বরঞ্জমা কেনার সিন্ধান্ত নিয়েছে সরকার। এই উদ্যোগ বাস্তবায়িত হলে স্বাস্থ্য খাতে অনিয়মসহ সিন্ডিকেট অনেকাংশেই নির্মূল সম্ভব হবে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সব ধরনের সিন্ডিকেট ভাঙ্গার চেষ্টা করছে সরকার, বললেন স্বাস্থ্য উপদেষ্টা।

গতকাল শনিবার দুপুর ১২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রংপুর মেডিকেলের সিন্ডিকেট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, কোভিডে অনেক ডাক্তার, নার্স ও টেকনোলজিস্ট মারা গেছেন, তাদের প্রতি শ্রদ্ধা আছে। কেননা, তাদের অবদান ভোলার মতো নয়। তার পরও যারা সিন্ডিকেটসহ নানা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত, সেই সব ডাক্তার, নার্স, টেকনোলজিস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এই যে আন্দোলন হলো, অনেকের হাত চলে গেছে, কারো পা চলে গেছে, আবার কারো চোখ চলে গেছে। যারা সিন্ডিকেট করে, তারা এগুলো দেখে নাই? তাদের মধ্যে কি কোনো পরিবর্তন হবে না? কাজেই আমার-আপনার সবার মধ্যে যদি পরিবর্তন না হয়, তাহলে দেশের পরিবর্তন হবে কেমন করে? প্রত্যেককে ভাবতে হবে, আমি কী করছি।

রংপুর শিশু হাসপাতাল চালু প্রসঙ্গে তিনি বলেন, শিশু হাসপাতাল আমি দেখে যাব, এটা চালু না করার কিছু নেই। হাসপাতাল করতে হলে জনবল লাগে, যন্ত্রপাতি লাগেÑ এগুলো আগের সরকার কোনো পরিকল্পনা করে নাই। এটা আমাদের মাথায় আছে।

মেডিকেলের স্বাস্থ্যসেবার অব্যবস্থাপনা নিয়ে উপদেষ্টা বলেন, হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবার মান ফেরাতে বিশেষ নজর রয়েছে স্বাস্থ্য বিভাগের। একই সঙ্গে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চাহিদা অনুযায়ী চিকিৎসক-নার্সসহ জনবল নিয়োগের পদক্ষেপ গ্রহণ করার কথাও জানান তিনি।

এ সময় রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, সিভিল সার্জন ডা. শাহিন সুলতানাসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এর আগে উপদেষ্টা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। এরও আগে তিনি তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। বিকেলে নীলফামারী সদর উপজেলার দারোয়ানী টেক্সটাইল মিলে নতুন প্রস্তাবিত হাসপাতালও পরিদর্শন করার সূচি রয়েছে উপদেষ্টার।