ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

পাকিস্তান ও আফগানিস্তান কেন ফের সংঘর্ষে জড়াচ্ছে?

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ০৩:৩৬ পিএম
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘর্ষ। ছবি- সংগৃহীত

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বহুদিন ধরে চলা উত্তেজনা আবারও চরমে উঠেছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে চামান সীমান্তে আফগান বাহিনী গোলাবর্ষণ শুরু করলে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে ইসলামাবাদ। এ ঘটনায় অন্তত তিন পাকিস্তানি নাগরিককে চিকিৎসা দিতে হয়েছে।

গত সপ্তাহান্তে সৌদি আরবে অনুষ্ঠিত ব্যর্থ শান্তি আলোচনার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছিল। এর মাঝেই গতকাল শুক্রবার গভীর রাতে দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। হতাহতের খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য উইক।

কাতার, তুরস্ক ও সৌদি আরবের উদ্যোগে কয়েক দফা বৈঠক সত্ত্বেও দুই দেশের ভঙ্গুর যুদ্ধবিরতি বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। অক্টোবরের মারাত্মক সীমান্ত সংঘর্ষের পর উত্তেজনা কমাতে এসব আলোচনার আয়োজন করা হয়েছিল।

পাকিস্তানি সংবাদমাধ্যম জানায়, শুক্রবার রাত ১০টার দিকে গোলাগুলি শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে। ইসলামাবাদ দাবি করেছে, আফগান যোদ্ধারা বাদানী এলাকায় মর্টার নিক্ষেপ করে। পাকিস্তানের পাল্টা হামলার পর তিনজন আহত হন।

অন্যদিকে, আফগান তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ অভিযোগ করেন, কান্দাহারের স্পিন বোলদাক জেলায় পাকিস্তানি বাহিনীই প্রথমে আক্রমণ চালায়। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি বলেন, আফগান বাহিনী চামান সীমান্তে ‘বিনা উস্কানিতে গুলি চালিয়েছে।’

তিনি আরও বলেন, দেশের আঞ্চলিক অখণ্ডতা ও নাগরিকদের নিরাপত্তা রক্ষায় পাকিস্তান সতর্ক অবস্থানে রয়েছে।

বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে পাকিস্তানের সেই অভিযোগ-আফগানিস্তানভিত্তিক জঙ্গিরা সাম্প্রতিক সময়ে পাকিস্তানজুড়ে হামলা চালাচ্ছে, এর মধ্যে আফগান নাগরিকদের জড়িত আত্মঘাতী হামলাও রয়েছে। তবে কাবুল এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির জন্য আফগানিস্তানকে দায়ী করা যায় না।

২০২১ সালে তালেবান ক্ষমতা নেওয়ার পর থেকে দুই দেশের সীমান্তে এটি অন্যতম বড় ও উদ্বেগজনক সহিংসতা হিসেবে দেখা হচ্ছে।