ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে অক্টোবরের মাঝামাঝি 

কক্সবাজার ব্যুরো
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ১১:৩২ পিএম
কক্সবাজার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে কক্সবাজারে আন্তর্জাতিক বিমান ওঠানামা করতে পারবে। গতকাল বৃহস্পতিবার কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, এখানে সব প্রকল্পই বিগত সরকার করেছে, সেখানে দুর্বৃত্তায়ন থেকে শুরু করে সব হয়েছে। বিমানবন্দর সম্প্রসারণ কাজের প্রায় ৮০ শতাংশ শেষ হয়েছে। সিভিল এভিয়েশনের অনেকগুলো প্রকল্প নিয়ে মামলা চলছে, যা দুদক তদন্ত করছে। দুদকের কাজ দুদক করছে, আমাদের কাজ হচ্ছে প্রকল্পগুলো শেষ করা, কারণ সম্পদগুলো যদি আমরা ব্যবহার করতে না পারি, তাহলে সম্পদ তৈরি করে যে দায়টা আমরা তৈরি করেছি, সেই দায়টা আমাদের দিতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেনÑ সিভিল এভিয়েশনের চেয়ারম্যান, মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

উপদেষ্টা কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে পরিদর্শন ছাড়াও আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবন, পর্যটন মন্ত্রণালয়ের মালিকানাধীন স্থাবর সম্পত্তি, পর্যটন মোটেলসহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।

উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ২ দিনের সরকারি সফরে কক্সবাজার সফরে এসে গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে সংশ্লিষ্ট অংশীজনের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন উপদেষ্টা।