ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

৪৭তম বিসিএসের  প্রিলিমিনারি  পরীক্ষা অনুষ্ঠিত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ১২:২৯ এএম

রাজধানীসহ দেশের ৮ বিভাগীয় শহরে ২৫৬টি পরীক্ষাকেন্দ্রে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর ১২টা পর্যন্ত। 

বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) তথ্য অনুযায়ী, এবারের প্রিলিমিনারিতে অংশ নিয়েছেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী। এই বিসিএসের মাধ্যমে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৩ হাজার ৪৮৭টি পদ ক্যাডার এবং ২০১টি পদ নন-ক্যাডার। কিছু নতুন পদও যুক্ত হয়েছে এবারের বিসিএসে।

এদিকে গতকালের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে দিনাজপুরের পার্বতীপুরে মহিবুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। প্রশ্নপত্র ফাঁস হয়েছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনার ছায়াতদন্তে নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। বিষয়টি বুঝতে পেরে গা-ঢাকা দেয় অভিযুক্ত যুবক মহিবুল। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশ গত বৃহস্পতিবার সন্ধ্যায় পার্বতীপুর স্টেশন এলাকা থেকে তাকে আটক করে। আটক মহিবুল পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের উত্তর আটরাই গ্রামের হাদীউজ্জামানের ছেলে।

দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি রফিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতেই আটক মহিবুলকে ডিএমপি ডিবি পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।

এর আগে পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিলÑ পরীক্ষার্থীদের সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। আসন বিন্যাস, সময়সূচি ও কেন্দ্রসংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইট ও টেলিটকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে পরীক্ষার্থীদের মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রবেশপত্রে উল্লিখিত তথ্য ও ছবির সঙ্গে উপস্থিতির তালিকার ছবি ও স্বাক্ষর মিলিয়ে দেখা হবে। কোনো গরমিল ধরা পড়লে প্রার্থিতা বাতিলের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গতকালের প্রশ্নপত্র ও উত্তরপত্র চার সেটে ভাগ করা হয়েছে। প্রতিটি সঠিক উত্তরে এক নম্বর যোগ হবে, আর ভুল উত্তরের জন্য কাটা যাবে শূন্য দশমিক পাঁচ নম্বর। দুই ঘণ্টার পরীক্ষায় কোনো পরীক্ষার্থী কক্ষ ত্যাগ করতে পারেননি।

পরীক্ষাকেন্দ্রে বই-পুস্তক, মোবাইল, ঘড়ি, ক্যালকুলেটর, ব্যাগ, গহনা ও ইলেকট্রনিক ডিভাইস আনা নিষিদ্ধ ছিল। প্রবেশের সময় মেটাল ডিটেক্টরে তল্লাশি করা হয়েছে। নিষিদ্ধসামগ্রীসহ হলে প্রবেশ করলে কিংবা নকলের সঙ্গে যুক্ত থাকলে প্রার্থিতা বাতিল ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পিএসসির বিজ্ঞপ্তিতে আগেই জানো হয়েছিল।

গতকালের পরীক্ষায় প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য বাড়তি সুবিধা ছিল। দৃষ্টিপ্রতিবন্ধী পরীক্ষার্থীরা শ্রুতিলেখক পেয়েছেন এবং তাদের জন্য প্রতি ঘণ্টায় ১০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। অন্য প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য বাড়তি সময় ছিল প্রতি ঘণ্টায় পাঁচ মিনিট। প্রবেশপত্র ছাড়া কেউ হলে প্রবেশ করতে পারেননি। তবে প্রবেশপত্র হারালে কমিশনের ওয়েবসাইট থেকে নতুন করে ডাউনলোড করা যাবে বলেই পিএসসির বিজ্ঞপ্তিতে আগেই জানানো হয়েছিল। 

এ ছাড়া গতকালের পরীক্ষায় ইংরেজি ভার্সনে অংশগ্রহণকারীদের জন্য আলাদা আসন বিন্যাস ও প্রশ্নপত্র ছাপানো হয়। তবে কারো জন্য ভার্সন পরিবর্তনের সুযোগ নেই বলে আগেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল।

পিএসসির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছিল, পরীক্ষায় অনিয়ম, গরমিল বা অসদাচরণের প্রমাণ পাওয়া গেলে প্রার্থিতা বাতিল করা হবে এবং বাংলাদেশ সরকারি কর্মকমিশন আইন, ২০২৩ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত বছরের ২৮ নভেম্বর বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্মকমিশন। আবেদন গ্রহণ শুরু হয় ১০ ডিসেম্বর, শেষ হয় ৩১ ডিসেম্বর। এই বিসিএসে যেসব প্রার্থীর বয়স ২০২৪ সালের ১ নভেম্বর তারিখে ২১ থেকে ৩২ বছর ছিল, তারা আবেদন করতে পেরেছেন।