ঢাকা রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫

বাসে আগুন

অভিযুক্ত নেছার  ও দীপু গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫, ১২:০৫ এএম

রাজধানীর কাফরুলে যাত্রীবাহী বাসে গুলি ও আগুনের ঘটনার অন্যতম হোতা নেছার এবং তার সহযোগী দীপুকে গ্রেপ্তার করা হয়েছে।  গত শুক্রবার রাতে মিরপুর থেকে তাদের আটক করে সেনাবাহিনী। গতকাল শনিবার তাদের থানায় হস্তান্তর করা হয়। 

এর আগে শুক্রবার সকাল ৭টার দিকে রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস গতিরোধ করে ৪ অস্ত্রধারী। কয়েক রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক তৈরি করে বাসে থাকা যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। চাপাতি দিয়ে কোপানো হয় বাসে। পিস্তল ঠেকিয়ে মারধর করা হয় বাসচালক ও হেলপারকে। পুরো ঘটনাই উঠে আসে সিসিটিভি ফুটেজে। এ ঘটনার কিছুক্ষণ পরেই বাস মালিক কর্তৃপক্ষের কাছে চাঁদা দাবি করে হুমকি দেয় অভিযুক্ত নেছার। বাস কর্তৃপক্ষের অভিযোগ, কয়েক মাস যাবৎ তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল একটি মহল।