ঢাকা রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫

আজ থেকে কার্যকর

সচিবালয়ে নিষিদ্ধ একবার  ব্যবহার উপযোগী প্লাস্টিক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫, ১২:০৯ এএম

সচিবালয়ে একবার ব্যবহার উপযোগী প্লাস্টিক বা সিঙ্গেল ইউস প্লাস্টিক (এসইউপি) ব্যবহার আজ রোববার থেকে নিষিদ্ধ করছে সরকার। সচিবালয়ের সব মন্ত্রণালয় ও সভা-সেমিনারে এসইউপি নিষিদ্ধের পাশাপাশি দর্শনার্থীদের ক্ষেত্রেও প্লাস্টিক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে।

গতকাল শনিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে মন্ত্রিপরিষদ বিভাগকে উদ্ধৃত করে বলা হয়, সম্প্রতি অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বিভাগের এক সভায় সব মন্ত্রণালয়কে এ-সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। দর্শনার্থীদের কেউ যাতে এসইউপি নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে না পারে, সে জন্য প্রবেশপথে তল্লাশি করা হবে। দর্শনার্থীদের কাছে প্লাস্টিকের ব্যাগ পাওয়া গেলে এর পরিবর্তে ওই দর্শনার্থীকে কাগজের ব্যাগ দেওয়া হবে।

এরই মধ্যে সচিবালয়ের প্রবেশপথসহ বিভিন্ন জায়গায় সচেতনতামূলক বোর্ড বসানো হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সভা-সেমিনারে একবার ব্যবহার উপযোগী বোতল, কাপ, প্লেট ও চামচ ব্যবহার করা যাবে না। এ ছাড়া প্লাস্টিকের থলের পরিবর্তে পাটজাত, কাপড় বা পুনর্ব্যবহারযোগ্য থলে ব্যবহার করতে হবে। সরকারি কেনাকাটায়ও প্লাস্টিকের বিকল্প পণ্য অন্তর্ভুক্ত করতে হবে।

প্রতিটি মন্ত্রণালয়ে একজন ফোকাল পারসন ও নিষেধাজ্ঞা বাস্তবায়ন পর্যবেক্ষণে একটি কমিটি গঠন করতে মন্ত্রপরিষদ বিভাগ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে সচিবালয়কে এসইউপি মুক্ত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে। গত বছরের অক্টোবর ও নভেম্বর মাসে যথাক্রমে সুপারশপ ও কাঁচাবাজারে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

প্রসঙ্গত, পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার ইতিমধ্যে ১৭ ধরনের সামগ্রীকে ‘সিঙ্গেল ইউস প্লাস্টিক’ হিসেবে চিহ্নিত করেছে। এগুলোর মধ্যে রয়েছে একবার ব্যবহার্য প্লাস্টিকের তৈজসপত্র, চকলেটের মোড়ক, প্লাস্টিকের দাওয়াত কার্ড ও ব্যানার, পাতলা প্লাস্টিক মোড়কযুক্ত পণ্য, প্লাস্টিক বোতল, ক্যাপসহ বিভিন্ন সামগ্রী।