ঢাকা রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫

মোহাম্মদপুরে বিশেষ  অভিযানে গ্রেপ্তার ১৪ 

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫, ১২:১০ এএম

রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেনÑ জাহিদুল ইসলাম (৩৭), বাদশা (২৭), স্বাধীন (২৩),  আলাউদ্দিন (৪৬), শিপন (২৭), রাসেল (২৪), সম্রাট (২৬), মিরাজ ইকবাল প্রিন্স (২৬), ফজলে রাব্বি রিফাত (২০), শাহ আলম (৩০), সিয়াম (২০), ফারুক (৩৫), সাজ্জাদ (৩০) ও সুমন (২৪)। গতকাল শনিবার বিষয়টি জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি, মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, অভিযানকালে তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি ও দুটি চার্জার, একটি পিস্তল ও দুটি ম্যাগাজিন, একটি পিস্তল হোলডার, একটি প্রাইভেটকার, দুটি মোবাইল ফোন, একটি কালো রঙের লোহার স্টিক, দুটি আইডি কার্ড, একটি ইস্টার্ন ব্যাংক পিএলসির ভিসা সিগনেচার কার্ড, ২১টি ইয়াবা, ৬৬ পুরিয়া হেরোইন ও মাদক বিক্রির ২২০০ টাকা উদ্ধার করা হয়। 

ডিসি জানান, গত শুক্রবার  দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে এনএসআই পরিচয়দানকারী প্রতারক জাহিদুল ইসলামসহ নিয়মিত মামলার আসামি, মাদক মামলার আসামি, চাঁদাবাজি মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।