রাজধানীর কোতোয়ালি থানায় মারধর করার এক মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল মঙ্গলবার সাবেক এই মন্ত্রীকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে মামলার অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে কোতোয়ালি থানার পুলিশ। শুনানি শেষে আদালত কামরুল ইসলামকে গ্রেপ্তারের আবেদন মঞ্জুর করেন।
পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ৭ ফেব্রুয়ারি ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী বাবু মামলা দায়ের করেন। মামলাটিতে কামরুল ইসলাম ১৯ নম্বর আসামি।
কামরুল ইসলামের আইনজীবী আফিতাফ মাহমুদ চৌধুরী বলেন, ‘২০২৪ সালের ৪ আগস্ট মারধরের একটি মামলায় কামরুল ইসলামকে গ্রেপ্তারের আবেদন করা হয়। মামলায় কোথাও কামরুল ইসলামের সম্পৃক্ততা না পেলেও তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে।’ আদালতে কড়া পুলিশি নিরাপত্তা বেষ্টনীর ভেতরে কামরুল ইসলামকে আদালতে তোলা হয়। হাজিরা শেষে তাকে আবার হাজতখানায় নেওয়া হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন