ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫

বিতর্কের অবসান কাটিয়ে আজ ‘চাওয়া পাওয়া’

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ১০:৪৮ এএম

গত কোরবানির ঈদে বিটিভির ম্যাগাজিন ‘চাওয়া পাওয়া’ অনুষ্ঠানের ‘নারী সুন্দর না পুরুষ সুন্দর’ নামে একটি পর্ব দৃশ্য ধারণ হয়েছিল। এতে অতিথি হয়েছিলেন সংগীতশিল্পী আলম আরা মিনু, ‘চাঁদের আলো’খ্যাত অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি, কবি আসাদ কাজল ও চিত্রনায়িকা শিরিন শিলা। ঈদের দিন রাতে অনুষ্ঠানটি প্রচার হওয়ার কথা ছিল। কিন্তু শিরিন শিলা থাকায় বিতর্কের মুখে অনুষ্ঠানটি বাতিল করতে বাধ্য হয় বিটিভি কর্তৃপক্ষ। কারণ, ‘কিসের এত আন্দোলন, সুখে থাকতে ভূতে কিলায়’-গত বছরের জুলাই মাসে সারা দেশে যখন কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল, তখন শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে এই বিতর্কিত স্ট্যাটাস দিয়েছিলেন ঢাকাই সিনেমার সমালোচিত এ চিত্রনায়িকা। যে কারণে বিটিভিতে শিলার অতিথি হওয়ার খবর আসতেই নেট দুনিয়ায় বেশ সমালোচনা হয়। তোপের মুখে পড়ে বিটিভি কর্তৃপক্ষ। একপর্যায়ে তারা ‘নারী সুন্দর না পুরুষ সুন্দর’ পর্বটি বাতিলের সিদ্ধান্ত নেয়।
নতুন খবর হচ্ছে, শিরিন শিলাকে বাদ দিয়ে অনুষ্ঠানটি পুনরায় দৃশ্য ধারণ হয়েছে। বিতর্কিত এই নায়িকার স্থানে অতিথি হয়েছেন দেশের সংগীত জগতের বরেণ্য ব্যক্তিত্ব মো. খুরশীদ আলম। নতুন পর্বে প্রথম পর্বের সবাই আছেন। টেলিভিশন ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিনের উপস্থাপনায় গত বুধবার ‘চাওয়া পাওয়া’ অনুষ্ঠানের নতুন পর্বটি ধারণ করা হয়েছে বলে দৈনিক রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা মুক্তি।
তিনি বলেন, ‘আগের পর্বটি খুব সুন্দর হয়েছিল। পরবর্তী সময়ে কি কারণে তা প্রচার হয়নি তা জানি না। তবে নতুন করে দৃশ্যটি ধারণ করার জন্য যোগাযোগ করলে অংশ নিই। এবারের অংশটুকুও দারুণ হয়েছে। প্রচারে এলে দর্শক বেশ উপভোগ করবেন।’
আসাদ কাজল বলেন, ‘শিরিন শিলার কারণে বিটিভি কর্তৃপক্ষ অনুষ্ঠানটি বাতিলের সিদ্ধান্ত নেয়। বিগত পর্বের চেয়ে এবার আরও ভালো হয়েছে।’ জানা গেছে, আজ সন্ধ্যা ৭টায় ‘নারী সুন্দর না পুরুষ সুন্দর’ পর্বটি বিটিভিতে প্রচার হবে।