ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫

কারিনাকে ‘গোপনে বিয়ে’ করেছিলেন রণবীর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ০৩:৫৮ পিএম
রণবীর কাপুর ও তার কাজিন কারিনা কাপুর। ছবি - সংগৃহীত

রণবীর কাপুর জানিয়েছেন, ছোটবেলায় খেলার ছলে কাজিন কারিনা কাপুরকে গোপনে বিয়ে করেছিলেন তিনি। রান্নাবাটি খেলার সময় এমন ঘটনাটি ঘটেছিল বলে জানান রণবীর। এই স্মৃতি সামনে আসার পর কারিনা কাপুর নিজেও অবাক হয়ে হেসে ফেলেন।

কারিনা কাপুরের এক পডকাস্টে অংশ নিয়ে রণবীর কাপুর বলেন, ছোটবেলায় পরিবারের সবার সঙ্গে খেলাধুলা করতেন তিনি। তখন রান্নাবাটি খেলার সময় কারিনা হতেন তার বউ, আর তার বড় বোন রিধিমা হতেন তার মা। 

রণবীর জানান, একদিন খেলার সময় হঠাৎ মায়ের ড্রেসিং টেবিল থেকে লিপস্টিক এনে কারিনার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন তিনি। সেই সময় রিধিমা বাড়ির ছাদে ছাদনাতলা সাজিয়ে দেন। 

রণবীর বলেন, ‘ছোটবেলায় এসব আমাদের কাছে ছিল খুব সাধারণ খেলা। আমরা নিজেরাই বিয়ের আয়োজন করে ফেলেছিলাম।’

রণবীরের মুখে এসব কথা শুনে কারিনা কাপুর হেসে বলেন, ‘ভাগ্যিস এসব আমার মনে নেই, না হলে তো আজ বেশ বড় বিপদে পড়তাম।’ কারিনার মন্তব্যে পডকাস্টে সবাই হেসে উঠেন।

রণবীর বলেন, ‘ছোটবেলায় আমরা অনেক কিছু করি, যেগুলো বড় হয়ে মনে পড়লে অনেক মজা লাগে। এই বিয়ের ঘটনাটাও তেমন। ছোটদের খেলায় কখনোই জটিলতা থাকে না, বরং সেই স্মৃতি হয় খুব মধুর।’

রণবীর কাপুরের শৈশবের এই ঘটনা সামনে আসতেই বলিউড মহলে বেশ হাস্যরসের হাওয়া বইছে। কাপুর পরিবারের নানা ঘটনা নিয়ে বলিউডে বরাবরই কৌতূহল রয়েছে। সেই ধারায় রণবীরের এই স্মৃতিও এখন বলিপাড়ায় আলোচনার অংশ হয়ে উঠেছে।

উল্লেখ্য, কারিনা রণবীরের চেয়ে ২ বছরের বড়। কারিনা কাপুর ১৯৮০ সালের ২১শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন এবং রণবীর কাপুর ১৯৮২ সালের ২৮শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন।