ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫

প্রেমিকার ওপর অভিমান করে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ০৪:৩৩ পিএম
ছবি- সংগৃহীত

রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় প্রেমিকা ওপর অভিমান করে মো. রাগিব নূর নোহান (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি বিআম মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।

শনিবার (৫ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে পড়েন নোহান।

পরে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নোহানের মামা মো. সেলিম জানান, ‘ভাগ্নে নোহান মালিবাগ নয়াচর এলাকার একটি ভবনের সপ্তম তলায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন। পারিবারিকভাবে জানতে পেরেছেন, এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। অভিমান থেকেই হয়তো এই মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছে সে।’

নিহতের বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলার কাউনখালী গ্রামে। তার বাবার নাম মেহেবুর রহমান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় হাতিরঝিল থানা পুলিশকে অবহিত করা হয়েছে।