ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫

ভারতে হঠাৎ রয়টার্সের এক্স অ্যাকাউন্ট বন্ধ

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ০৪:১৪ পিএম
রয়টার্সের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলটি ভারতে হঠাৎ করেই বন্ধ হয়। ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলটি ভারতে হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে। ভারতীয় ব্যবহারকারীরা রয়টার্সের ওই অ্যাকাউন্টে প্রবেশ করতে গেলে দেখতে পাচ্ছেন বার্তা— ‘আইনি অনুরোধে এই অ্যাকাউন্ট সীমিত করা হয়েছে।’

তবে এই আইনি অনুরোধটি কে বা কোন সংস্থা করেছে সে সম্পর্কে এখনো জানায়নি রয়টার্স।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি রোববার (৬ জুলাই) জানায়, রয়টার্সের অ্যাকাউন্ট ভারতে কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ার বিষয়ে ভারত সরকার দাবি করেছে, তাদের পক্ষ থেকে এমন কোনো অনুরোধ করা হয়নি।

সরকারের একজন মুখপাত্র বলেন, ‘রয়টার্সের অ্যাকাউন্ট বন্ধের কোনো অনুরোধ ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে এক্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে এবং সমস্যার সমাধানের চেষ্টা চলছে।’

তবে কিছু গণমাধ্যম দাবি করছে, পুরোনো কোনো অনুরোধের ভিত্তিতে হয়তো এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাত চলাকালীন ভারত সরকার একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করতে অনুরোধ জানিয়েছিল। 

সে সময় রয়টার্সের নামও সেই তালিকায় ছিল বলে ধারণা করা হয়। যদিও সে সময় রয়টার্সের অ্যাকাউন্টে কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।

এদিকে, ভারতীয় বার্তা সংস্থা পিটিআই কয়েকটি সূত্রের বরাতে জানিয়েছে, রয়টার্সের অ্যাকাউন্টটি শিগগিরই আবার সচল হয়ে যেতে পারে।