১৯৮৯ সালে প্রথম মডেলিংয়ে পা রাখেন সাদিয়া ইসলাম মৌ। সেই থেকে এখন পর্যন্ত দেশের সর্বাধিক গ্রহণযোগ্য মডেল হিসেবে তিনি রাজত্ব করে যাচ্ছেন বলা যায়। এখন কাজ করেন বেশ বেছে বেছে।
তবে অভিনয়ের ক্ষুধা বেড়েছে। আগের চেয়ে এখন বেশি নিয়মিত অভিনয়ে। নাটক, টেলিছবিতে প্রায়ই দেখা যায় তাকে। তবে এবার প্রথমবারের মতো তিনি কাজ করেছেন ওয়েব সিরিজে।
কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত ‘মাসুদ রানা’ সিরিজ অবলম্বনে নির্মিত ওয়েব ফিল্ম ‘গহীন অতল’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌ। এটি নির্মাণ করেছেন আকা রেজা গালিব।
কাজী আনোয়ার হোসেন রচিত ‘আর্তনাদ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হলেও এটি সময়োপযোগী করে তৈরি করা হয়েছে। চিত্রনাট্য তৈরির কাজ করেছেন কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মায়মুর।
জানা গেছে, আধুনিক সমাজ বাস্তবতায় একজন মায়ের মানসিক টানাপোড়েন, অপরাধবোধ আর সন্তানকে রক্ষার জন্য নিজের নৈতিক দ্বন্দ্ব-সবকিছু মিলিয়ে এক জটিল চরিত্রে অভিনয় করেছেন মৌ।
এ বিষয়ে মৌ বলেন, ‘সবার সহযোগিতায় কাজটি বেশ উপভোগ করেছি। একটা ভালো টিমওয়ার্ক ছিল, যেটা স্ক্রিনে বোঝা যাবে বলে মনে করি। গালিব অনেক যতœ নিয়ে কাজটি করেছেন। চিত্রনাট্যের গভীরতা, শুটিং লোকেশন, ক্যামেরার কাজ, সব মিলিয়ে কাজটা খুব প্রফেশনালি হয়েছে।’
নির্মাতা আকা রেজা গালিব বলেন, ‘ওয়েব ছবির গল্প মূলত পারিবারিক আবহে গড়ে উঠলেও এতে রয়েছে একটি জোরালো থ্রিলার উপাদান, যা দর্শকদের এক ভিন্ন অভিজ্ঞতা দেবে। পর্দায় ফুটিয়ে তুলতে গল্প ও কিছু চরিত্রের নামের পরিবর্তন আনা হয়েছে। আমরা চেয়েছি গল্পটি সময়োপযোগী করে দর্শকদের সামনে উপস্থাপন করতে।’
এ ছাড়া নির্মাতা জানিয়েছেন, দৃশ্যধারণ শেষ, চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। শিগগিরই ওয়েব প্ল্যাটফর্মে ‘গহীন অতল’ মুক্তি পাবে।
উল্লেখ্য, এখানে মৌ ছাড়া আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াত প্রমি ও ইহতেশাম আহমেদ টিংকু প্রমুখ।
আপনার মতামত লিখুন :