শনিবার, ২৬ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রঙের মানুষ প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৫, ০১:২৭ এএম

ফের একসঙ্গে মিমি-নুসরাত

রঙের মানুষ প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৫, ০১:২৭ এএম

ফের একসঙ্গে মিমি-নুসরাত

পূজাতে টালিউডে দর্শকদের জন্য বাড়তি উপহার হিসেবে থাকে বাংলা সিনেমা। আর এই নিয়ে টালিপাড়ার পরিচালকদের মধ্যে জোর টক্কর। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘রক্তবীজ ২’ এই বছরের পূজাতে আসছে, তা কারোরই অজানা নয়। আর এই সিনেমার মাধ্যমেই বহু বছর পর একফ্রেমে দেখা যাবে বোনুয়াদের, অর্থাৎ মিমি-নুসরাতকে একসঙ্গে দেখা যাবে এই সিনেমাতে।

একসময় মিমি ও নুসরাতের বন্ধুত্ব টালিপাড়ায় আলোচনার বিষয় ছিল। ফিল্মি পার্টি থেকে শুরু করে ঘুরতে যাওয়া সবেতেই একসঙ্গে দেখা যেত এই দুই টালি নায়িকাকে। শুধু তাই নয়, দুজনে একসঙ্গে সাংসদ পদেও জয়লাভ করে পার্লামেন্টে যান। তুরস্কে নিখিল জৈনের সঙ্গে নুসরাতের বিয়েতে টালিউড থেকে একমাত্র উপস্থিত ছিলেন মিমি। কিন্তু আচমকাই সেই সম্পর্কে চিড় ধরে।

গত ৫ বছর ধরে মিমি-নুসরাতকে একসঙ্গে দেখা যায়নি। যে যার নিজের মতো জীবন-যাপন, ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। চলতি বছর সেই দূরত্ব মিটিয়ে দিলেন শিবপ্রসাদ-নন্দিতা। ‘রক্তবীজ ২’-এ দেখা যাবে বোনুয়াদের।

‘রক্তবীজ ২’-এর টিজারে টানটান উত্তেজনা। সিনেমার প্রথম ঝলকেই বাজি মেরে দিয়েছে উইন্ডোজ প্রোডাকশন। তদন্তকারী অফিসার ‘পঙ্কজ সিংহের চরিত্রে আবির চট্টোপাধ্যায়ের, সন্ত্রাসবাদী ধরার ফাঁকে থাইল্যান্ডের সৈকতে পুলিশ অফিসার ‘সংযুক্তা’র বিকিনি বিলাস, ‘আইটেম গার্ল’ নুসরাত জাহান, ‘আয়েষা’ কৌশানী মুখোপাধ্যায় থেকে ‘ভিলেন’ অঙ্কুশ হাজরা, টিজারেই একাধিক চমক দিলেন টালিপাড়ার পরিচালকদ্বয়। নুসরাত জাহান যে এই সিনেমাতে বিশেষ ভূমিকায় অভিনয় করবেন, সেটা অনেক আগে থেকেই জানা ছিল।

আর টিজার দেখার পর মিমি ও নুসরাতকে একসঙ্গে দেখে দর্শকদের উন্মাদনার পারদ চড়ল। শোনা যাচ্ছে, এক দৃশ্যে পুলিশ অফিসার সংযুক্তা ওরফে মিমি-নুসরাত জাহানের হাত ধরে তাকে কোনো বিপদের হাত থেকে বাঁচাবেন। ইতোমধ্যেই টিজারে একাধিক চমক দেখা গেছে।

জাম রঙের ঢাকাই শাড়ি, ঘোমটায় মাথা ঢাকা, এভাবেই ‘রক্তবীজ ২’-এর টিজারে দেখা দিলেন সীমা বিশ্বাস। এক রাজনৈতিক ব্যক্তিত্বের আদলে তাকে দেখানো হবে। ইতোমধ্যেই টিজারে মিমির বিকিনি লুক পারদ চড়িয়েছে নেট পাড়ায়। পূজায় ঝড় নিয়ে আসতে চলেছে ‘রক্তবীজ ২’। অপেক্ষা কিছুদিনের।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!