টেক জায়ান্ট মার্কিন চিপ নির্মাতা ইন্টেল খরচ কমাতে ১৫ শতাংশ কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছে। ইতোমধ্যেই এই পরিকল্পনার বেশিরভাগই সম্পন্ন হয়েছে। সম্প্রতি কোম্পানির দ্বিতীয় ত্রৈমাসিকের আয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এটি নতুন সিইও লিপ-বু ট্যানের প্রথম বড় পদক্ষেপগুলোর একটি। তিনি গত মার্চে দায়িত্ব নেন।
ইন্টেল জানায়, ছাঁটাইয়ের লক্ষ্য একটি দ্রুতগতির ও আরও চটপটে প্রতিষ্ঠান তৈরি করা। ২০২৪ সালের শেষ নাগাদ কোম্পানি ও এর সহায়ক প্রতিষ্ঠানে কর্মী ছিল ১ লাখ ৮ হাজার ৯০০ জন। মূল ইন্টেল বিভাগে ২০২৫ সালের শেষে এই সংখ্যা কমিয়ে ৭৫ হাজারে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে। কেবল ওরেগনেই প্রায় ২ হাজার ৪০০ কর্মী ছাঁটাইয়ের নোটিশ দিয়েছে প্রতিষ্ঠানটি।
সিএনএনের খবরে বলা হয়েছে, আয়ের ফলাফল প্রকাশের পর আফটার-আওয়ার ট্রেডিংয়ে ইন্টেলের শেয়ারমূল্য ৩ শতাংশ বেড়েছে। যদিও প্রতিষ্ঠানটি দ্বিতীয় ত্রৈমাসিকে ২ দশমিক ৯ বিলিয়ন ডলারের নিট লোকসান করেছে, যা গত বছরের একই সময়ের ক্ষতির প্রায় দ্বিগুণ। বছরের শুরু থেকে ইন্টেলের শেয়ারমূল্য প্রায় ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
খরচ কমাতে ইন্টেল জার্মানি ও পোল্যান্ডের প্রকল্প বাতিল করেছে। আর বাজারের চাহিদা অনুযায়ী ওহিওর চিপ কারখানার নির্মাণকাজ ধীর করার ঘোষণা দিয়েছে।
গত গ্রীষ্মে ইন্টেল জানিয়েছিল, তারা প্রায় ১৫ হাজার চাকরি কাটছাঁট করবে। এটি ১০ বিলিয়ন ডলার ব্যয় সংকোচন পরিকল্পনার অংশ, যা এআই চিপ প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার কৌশলের সঙ্গে সম্পর্কিত।
মোবাইল ডিভাইস ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো দুটি বড় প্রযুক্তিগত পরিবর্তন সময়মতো ধরতে না পারায় একসময়কার শীর্ষস্থানীয় চিপ নির্মাতা ইন্টেল গত কয়েক বছর ধরে প্রতিদ্বন্দ্বীদের কাছে ক্রমেই পিছিয়ে পড়ছে। এই দুর্বল অবস্থান থেকেই প্রতিষ্ঠানটি নেতৃত্ব পরিবর্তন ও সম্ভাব্য অধিগ্রহণের গুজবে আলোচনায় এসেছে।
এদিকে প্রতিদ্বন্দ্বী এনভিডিয়ার বাজারমূল্য এই মাসের শুরুতে সাময়িকভাবে ৪ ট্রিলিয়ন ডলার অতিক্রম করেছে। ফলে এনভিডিয়া বিশ্বের প্রথম পাবলিকলি ট্রেডেড কোম্পানি হিসেবে এই মাইলফলক স্পর্শ করে।
বছরের শুরু থেকে মাইক্রোসফট ও মেটা-সহ একাধিক টেক জায়ান্ট কর্মী ছাঁটাই করেছে। জুলাইয়ে মাইক্রোসফট প্রায় ৯ হাজার এবং জানুয়ারিতে মেটা ৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়।
আপনার মতামত লিখুন :