শনিবার, ২৬ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রঙের মানুষ প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৫, ০১:২৮ এএম

চেষ্টা করছি ভালো অভিনেতা হওয়ার

রঙের মানুষ প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৫, ০১:২৮ এএম

চেষ্টা করছি ভালো অভিনেতা হওয়ার

এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেতা আবু হুরায়রা তানভীর। তাকে মূলত দর্শক চিনেছেন ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ সিনেমার মাধ্যমে। এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন তানভীর। তার বিপরীতে মুন ও নীলাঞ্জনা নীলা ছিল। সিনেমাটির গানগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছিল। গানগুলো জনপ্রিয়তার কারণে তানভীর, মুন ও নীলা দর্শকের কাছে প্রিয় হয়ে উঠেন।

‘গহীন বালুচর’ মুক্তির সময়কালে সিনেমাটি দর্শকের কাছে এত দর্শকপ্রিয়তা পায় যে বিশেষত তানভীরের অভিনয়ে মুগ্ধ হন দর্শক। প্রথম সিনেমাতেই তিনি দর্শকের মনে দাগ কাটতে সক্ষম হয়েছিলেন। এরপর তানভীর ‘রাত জাগা ফুল’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘ওমর’সহ আরও বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন। ‘প্রীতিলতা’ সিনেমাতেও অভিনয় শুরু করেছিলেন তিনি।

টিভিতে তানভীর প্রথম নাটকে অভিনয় করেন রাশেদা আক্তার লাজুকের নির্দেশনায় একটি নাটকে। এরপর শিহাব শাহীন, মিজানুর রহমান আরিয়ানেরও নির্দেশনায় একক নাটকে অভিনয় করেন একই সময়ে। পরবর্তীতে ‘মা-বাবা ভাই-বোন’, ‘পরিবার’, ‘লুকোচুরি গল্প’, ‘মুসা’ ধারাবাহিকে অভিনয় করেন। বর্তমানে তিনি সোহেল আরমানের নির্দেশনায় বিটিভিতে প্রচারের জন্য ‘জল জোছনা’ ধারাবাহিকে অভিনয় করছেন।

শুধুমাত্র উৎসবে প্রদর্শনের জন্য তানভীর বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। যেমন- ‘কবিতা দিয়ে অসমাপ্ত’, ‘ফাদার্স’, ‘রেড রুটস’ ইত্যাদি। যারা তাকে নিয়ে উৎসব কেন্দ্রিক সিনেমা নির্মাণ করেছেন, তারা তানভীরের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন। মিডিয়াতে তানভীরের প্রথম কাজ ছিল বিজ্ঞাপন, যা নির্মাণ করেছিলেন গোলাম কিবরিয়া ফারুকী। তবে বিজ্ঞাপনে ভয়েজ ওভার দেওয়ার ভীষণ শখ তার, পেশাগতভাবেও এই কাজটি করতে চান তিনি।

তানভীর পেশাদার একজন অভিনেতা। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মিডিয়াতে তিনি কাজ শুরু করেছিলেন, তা পূরণ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তানভীর বলেন, ‘আমি যখন সিনেমাতে কাজ শুরু করি তখন বদরুল আনাম সৌদ ভাইকে একটি প্রশ্ন করেছিলাম যে, আমি কীভাবে ভালো অভিনেতা হব? সৌদ ভাই আমাকে বলেছিলেন, তুমি ভালো মানুষ হওয়ার চেষ্টা কর, যদি তা পার তবেই তুমি ভালো অভিনেতা হতে পারবে। তো আমি সেই ভালো মানুষই হওয়ার চেষ্টা করছি। চেষ্টা করছি ভালো অভিনেতা হওয়ারও।’

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!