মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রঙের মানুষ প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ১২:২০ এএম

কখনোই সেই চেনা নায়িকাটা হতে চাইনি

রঙের মানুষ প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ১২:২০ এএম

কখনোই সেই চেনা নায়িকাটা হতে চাইনি

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। নাটকে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। বর্তমানে অবশ্য চলচ্চিত্রেই চুটিয়ে কাজ করছেন ভাবনা। এবার এই অভিনেত্রী জানালেন নিজের কাজের ধরন ও দর্শনের কথা।

সম্প্রতি সামাজিকমাধ্যমে আলোচনায় এসেছে অভিনেত্রীদের নো-মেকআপ লুক। ফেসবুকের এক পোস্টে নতুন সিনেমা ‘চারুলতা’র লুক শেয়ার করে ভাবনা বলেন, ‘মেকআপ ছাড়া ছবি নিয়ে নিউজের শেষ নেই। তবে আমার কাজ যারা দেখেন, তারা জানেন—আমার বেশিরভাগ চরিত্র আমি নির্মাণ করেছি মেকআপবিহীন এবং সেই চরিত্র হয়ে ওঠার জন্য আমাকে ডিরেক্টর যেভাবে দেখতে চেয়েছেন সেভাবেই চেয়েছি পর্দায় হাজির হতে।’

আজ থেকে আট বছর আগে মুক্তি পেয়েছিল ভাবনার প্রথম চলচ্চিত্র ‘ভয়ংকর সুন্দর’। অভিনেত্রী বলেন, ‘আমার প্রথম সিনেমা ভয়ংকর সুন্দর-এ আমি মেকআপ ছাড়া পর্দায় হাজির হয়েছি। আমি বেশিরভাগ সময়ই মেকআপ ছাড়া থাকি এবং সেটা নিয়ে অন্যদের অনেক কথা শুনতে হয়। আমি কখনোই সেই চেনা নায়িকাটা হতে চাইনি। আমি হতে চাই আমার মতো।’

সবশেষে রাইসুল ইসলাম অনিক পরিচালিত নতুন সিনেমা চারুলতা’র লুক নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘এই সিনেমাটা আমার নতুন সিনেমা ‘চারুলতা’র। দেখেই বুঝতে পারছেন। আমি অভিনেতা হতে চাই, তার মানে এই নয় যে আমি ধুম-ধারাক্কা নাচে-গানে ভরপুর সিনেমা করতে চাই না। আমি ৩ বছর বয়স থেকে নাচ শিখেছি, নাচের সিনেমা তো করবোই। সব ধরনের সিনেমাই আমি করতে চাই এবং এই যে ছোটবেলা থেকে তৈরি হচ্ছি একটু একটু করে, একদিন অবশ্যই আপনাদের সবচেয়ে প্রিয় অভিনেতা হবো—এটাই আমার বিশ্বাস। কারণ আমার শক্তি আমার দর্শক। তারাই আমাকে বাঁচিয়ে রেখেছেন। তারা আমাকে ভালোবাসে বলেই আমাকে মানুষ কাজে নিতে বাধ্য হয়।’
প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় রয়েছে আশনা হাবিব ভাবনার ‘যাপিত জীবন’, ‘দামপাড়া’, ‘পায়েল’সহ একাধিক সিনেমা। চলতি বছর তিনি চারুলতা সিনেমার শুটিং শেষ করেছেন।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!