ভালোবাসা চিরকাল এক রকম থাকে না, কখনো মনের মতো বা কখনো হাত বদলের খেলায়। এ দূরত্বের দোলাচল নিয়ে ধ্রুব মিউজিক আমার গানের বরিশাল বিভাগের প্রতিযোগী এহসান রানা গেয়েছেন নিজের লেখা ও সুরে ‘ভালোবাসা রং বদলায়’ শিরোনামের গান।
গানটির সংগীতায়োজন করেছেন এস পুলক, তরিক ও আমজাদ হোসেন। ভিডিও নির্মাণে ছিলেন আল মাসুদ। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
নিজের মৌলিক গান ও আগামীর পরিকল্পনা নিয়ে এহসান রানা বলেন, ‘যখন তৃতীয় শ্রেণিতে পড়ি বড় ভাইয়ের বিদ্যালয়ের এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ভাইয়া বলল তুই সবাইকে একটা গান শোনা। বাসায় বসে গুন গুন করতাম যে গানে তার মধ্যে থেকে একটা গান গাইলাম। গাওয়া শেষে বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে একজন উঠে এসে বলল তুমি তো খুব সুন্দর গান গাও।
গান গাওয়ার উৎসাহ, আরম্ভ হয়তো সেখান থেকেই শুরু। ভালোবাসার দোলাচল নিয়ে আমার গানটি শুনে এরই মধ্যেই গুণীজনরা প্রশংসা করছেন। এটাই আমার জীবনের বড় প্রাপ্তি। গান নিয়ে বহুদূর যেতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।’
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, গানটি তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি শুনতে পাওয়া যাচ্ছে স্বাধীন মিউজিক, স্পটিফাই, অ্যাপেল মিউজিকসহ দেশি-বিদেশি একাধিক মিউজিক প্ল্যাটফর্মে।
আপনার মতামত লিখুন :