শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ১০:৩৩ পিএম

অপেক্ষায় ইধিকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ১০:৩৩ পিএম

অপেক্ষায় ইধিকা

ক্যারিয়ার শুরু ছোট পর্দা দিয়ে। হঠাৎ করেই বড় পর্দায় অভিনয়ের সুযোগ। আর তারপরই রাতারাতি লাইমলাইটে চলে আসেন এপার-ওপার দুই বাংলার দর্শকপ্রিয় চিত্রনায়িকা ইধিকা পাল। বড় পর্দায় তার ডেবিউ যদিও শাকিব খানের সঙ্গে, ‘প্রিয়তমা’ সিনেমাতে প্রথমবার বড়পর্দায় আসেন ইধিকা। এরপরই টলিউডে বড় ব্রেক পান নায়িকা।

‘খাদান’ সিনেমাতে সরাসরি দেবের নায়িকা হন তিনি। যেখানে কিশোরী গানে দেব-ইধিকার রসায়ন কাঁপিয়ে দিয়েছিল বক্স অফিস। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ইধিকাকে। একের পর এক সিনেমাতে সুযোগ পাচ্ছেন নায়িকা।
তবে দীর্ঘদিন ধরে ঢাকায় মুক্তি থমকে আছে তার অভিনীত ‘কবি’ নামের সিনেমাটি। দুই বছর আগে সিনেমাটিতে যুক্ত হয়েছিলেন ইধিকা। সিনেমার দৃশ্যধারণ শেষে গত বছরের জুন মাসে প্রকাশ্যে আসে ‘কবি’র ফার্স্টলুক। শরিফুল রাজের ঝলক নজর কেড়েছিল অনুরাগীদের।

ফার্স্টলুক প্রকাশের পর কেটে গেছে বেশ সময়। তবুও আলোর মুখ দেখেনি ‘কবি’। প্রযোজকের দিক থেকে কিছু জটিলতার কারণে সিনেমাটি আটকে আছে বলে এর আগে পরিচালক হাসিবুর রেজা কল্লোল জানিয়েছিলেন। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সিনেমাটি আলোর মুখ দেখেনি।

সিনেমাটি নিয়ে আশাবাদী ইধিকা পাল। তিনি বলেন, ‘আমাদের জায়গা থেকে কাজটি শেষ করেছি। কেন মুক্তি পাচ্ছে না সেটা প্রযোজক ও পরিচালক ভালো বলতে পারবেন। কাজটি বেশ ভালো হয়েছে। সিনেমাটির মুক্তির অপেক্ষা করছি। আশা করছি, বরাবরের মতো আমার এই সিনেমাটিও দর্শকরা পছন্দ করবেন।’ 

সম্প্রতি শ্রীদেবী অবতারে ধরা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছেন ইধিকা। পরনে আকাশী নীল শাড়ি, ম্যাগি হাতা ব্লাউজ, কপালে নীল টিপ ও সাদা মুক্তোর গয়না। খোলা চুলে ইধিকার জলে ভেজা শাড়ি নেটপাড়ায় উষ্ণতা বাড়াচ্ছে। তাকে একঝলক দেখে মিস্টার ইন্ডিয়া সিনেমাতে শ্রীদেবীর কাটে নেহি কাটতি গানের লুকস মনে পড়ে যাবে। একইভাবে সেজেছিলেন শ্রীদেবী।

আসলে গত ১৩ আগস্ট ছিল বলিউড নায়িকার জন্মদিন। আর তাকে উৎসর্গ করেই ইধিকার এই সাজে ফটোশুট। ইধিকা এই ছবি শেয়ার করে নিজের ইচ্ছের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘শ্রীদেবী যদি বেঁচে থাকতেন তাহলে যদি তিনি সুযোগ পেতেন তার সঙ্গে অভিনয়ের, সেটা খুবই অল্প সময়ের জন্য হত।’

যদিও ইধিকার সেই স্বপ্ন অধরাই থাকবে। শ্রীদেবীর সঙ্গে আর তার অভিনয় করা হবে না। ৭ বছর আগেই মিস্টার ইন্ডিয়া নায়িকা প্রয়াত হত। দুবাইয়ের এক হোটেলে বাথটবের জলে পড়ে মৃত্যু হয় নায়িকার। খুব রহস্যজনকভাবে মৃত্যু হয় শ্রীদেবীর। যে রহস্য আজ পর্যন্ত সমাধান হয়নি। বড় পর্দায় নিজের অভিনয় দক্ষতা ছড়িয়ে দেওয়া শ্রীদেবীর মৃত্যু ঘিরে সকলেই অবাক। তার অভিনয়, সৌন্দর্য, হাসি, নাচ আজও দর্শকের মনে স্মরণীয় হয়ে আছে।

ইধিকার প্রথম ধারাবাহিক ছিল ‘রিমলি’, যা জি বাংলায় সম্প্রচারিত হয়। তবে এটি খুব একটা জনপ্রিয়তা লাভ করেনি। কিন্তু ‘পিলু’ ধারাবাহিকে রঞ্জা চরিত্রে অভিনয় করে ইধিকা ব্যাপক পরিচিতি লাভ করেন। সেকেন্ড লিড চরিত্রে থাকলেও তিনি দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিলেন।

‘প্রজাপতি ২’ সিনেমায় দেবের বিপরীতে আরও একবার দেখা যাবে ইধিকাকে। যদিও লন্ডনে সিনেমার শুটিং করতে দেখা যায়নি অভিনেত্রীকে। অপরদিকে, ‘বহুরূপ’ সিনেমাতে সোহমের সঙ্গে অভিনয় করবেন ইধিকা। ওপার বাংলার পাশাপাশি এপার বাংলাতেও ইধিকার জনপ্রিয়তা তুঙ্গে। আপাতত মন দিয়ে কাজ করছেন অভিনেত্রী।
 

রূপালী বাংলাদেশ

Link copied!