শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ১০:৩৬ পিএম

নিজের গানকে প্রতিষ্ঠিত করতে চাই

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ১০:৩৬ পিএম

নিজের গানকে প্রতিষ্ঠিত করতে চাই

সময়ের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী মেজবা বাপ্পী। বাংলাদেশ আর ভারতের সোনালী দিনের গান পরিবেশনায় মেজবা বাপ্পী শ্রোতা-দর্শকের পছন্দের শীর্ষে থাকা এক নাম। ২০১২ সালের চ্যানেল আই সেরাকণ্ঠতে ফাইনালিস্টে থাকা এই গায়ক বছরজুড়েই ঢাকা ও ঢাকার বাইরে স্টেজ শোতে ব্যস্ত থাকেন গান নিয়ে। গানের সঙ্গেই তার নিত্য সময়ের সখ্য। গান গাইতে পারলেই যেন ভালো থাকেন তিনি। আবার মৌলিক গান প্রকাশেও মেজবার প্রবল আগ্রহ রয়েছে।

এরই মধ্যে মোশাররফ করিম অভিনীত জসীম উদ্দিন মন পরিচালিত  ‘অপুরুষ’ নামক একটি ওয়েব ফিল্মে মেজবা বাপ্পী দুটি মৌলিক গান গাওয়ার সুযোগ পেয়েছেন। একটি গানের শিরোনাম ‘উড়ো চিঠি’ আরেকটি গানের শিরোনাম ‘আঁধার রাতের পর’। দুটি গানই লিখেছেন তারই সহধর্মিনী সিলভিয়া পারভেজ। দুটি গানের সুর করেছেন মেজবা বাপ্পী। মিউজিক করেছেন তুহিন আহমেদ।

এর আগে সর্বশেষ মেজবা বাপ্পীর কণ্ঠে প্রকাশিত হয়েছে ‘কফিশপ’ শিরোনামের একটি গান। গানটি লিখেছেন শাহনাজ কাজী, সুর করেছেন মেজবা বাপ্পী। সেরা কণ্ঠতে অংশগ্রহণ করার পর মেজবা বাপ্পীর কণ্ঠে প্রথম প্রকাশিত মৌলিক গান ছিল তারই লেখা ও সুরে ‘রাত ভাঙ্গানোর গান’ শিরোনামের একটি গান। এটি ২০১৭ সালে লেজার ভিশন থেকে প্রকাশিত হয়েছিল।

তবে মেজবা বাপ্পীর কণ্ঠে সবচেয়ে শ্রোতাপ্রিয় গান হচ্ছে ‘রাত কমলে ফোন করিস’ শিরোনামের গানটি। এতে তার সহশিল্পী ছিলেন অবন্তী সিঁথি।

আগামী দিনের পথচলা প্রসঙ্গে মেজবা বাপ্পী বলেন, ‘গানেই নিজেকে ব্যস্ত রাখতে চাই। গানে গানে শ্রোতা-দর্শককে মুগ্ধ করতে চাই। ভালো মৌলিক গান করতে চাই। যে কারণে স্টেজ শো, চ্যানেলে গান গাওয়ার পাশাপাশি মৌলিক গানের জন্য সময় করে নিজের গানকে প্রতিষ্ঠিত করতে চাই। আমার আজকের এই অবস্থানে আসার জন্য যারা নেপথ্যে থেকে শ্রম দিয়েছেন এবং কষ্ট করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ, কৃতজ্ঞ সকল গীতিকার সুরকারদের প্রতি।’

এদিকে, আগামীকাল ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানে বাংলাদেশের প্রয়াত জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ূব বাচ্চু স্মরণে সংগীত পরিবেশন করবেন মেজবা বাপ্পী। এতে তার সঙ্গে আরো গাইবেন আরাফাত ও স্বর্ণা। মেজবা বাপ্পী প্রথম প্লেব্যাক করেন ‘তালাশ’ সিনেমায়। সাদাত হোসাইনের লেখা ও আহমেদ হুমায়ূনের সুরে ‘সেফটিফিন’ শিরোনামের গানটি তিনি গেয়েছিলেন।
 

রূপালী বাংলাদেশ

Link copied!