জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। ভালো গল্প ও চরিত্র পেলে এখনো নিয়মিত অভিনয় করছেন নন্দিত এই অভিনেতা। সর্বশেষ তাকে গত ঈদে তানিম নূর পরিচালিত ‘উৎসব’ সিনেমায় দেখা গেছে। সেখানে তার অভিনয় বরাবরের মতো আবারও প্রশংসিত হয়েছে।
সম্প্রতি একটি টেলিভিশনের পডকাস্ট শোতে অতিথি হয়ে জাহিদ হাসান বলেন, ‘আমার মন বলছে আমি খুব শিগগিরই হলিউডের সিনেমায় অভিনয় করব। আমাদের দেশের অনেক গুণী অভিনেতাই আছেন, যারা হলিউডের অনেক বিখ্যাত অভিনেতার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করার ক্ষমতা রাখেন। আমার মনে হয়, আমি যদি হলিউডের সিনেমায় অভিনয় করি, বেশ ভালো কিছুই হবে।’
রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র ৩য় পর্ব প্রচার হবে শনিবার রাত ৯ টায়, মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ।
জাহিদ হাসান জানান, এ বছরের ব্লকবাস্টার হিট সিনেমা ‘উৎসব’ মুক্তির আগে বেশ কয়েক বছর এক রাশ অভিমান বুকে নিয়ে ছিলেন তিনি। অনেকে তাকে ‘ডেডহর্স’ও সম্বোধন করেছেন। চেনা মানুষের অনেক অচেনা চেহারা দেখেছেন তিনি সে সময়।
‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’তে তিনি তার শৈশব, কৈশোর, সংগ্রামের দিনগুলোর কথা বলেছেন অকপটে। বলেছেন, যৌবনে আসা প্রেমময় দিনগুলোর কথা।
গত জুনে এই অভিনেতা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। শারীরিক অবস্থার উন্নতি হলে বাসায় ফিরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিশ্রামে আছেন। এখন পুরোপুরি সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি। সেইসঙ্গে জানালেন, ভালো গল্প ও চরিত্র পেলে শিগগিরই ক্যামেরার সামনে দাঁড়াবেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন