শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০৬:৩৫ এএম

আজ ‘আগুনযাত্রা’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০৬:৩৫ এএম

আজ ‘আগুনযাত্রা’

২০২২ সালে মঞ্চে এসেছিল মঞ্চনাটকের দল প্রাচ্যনাটের ৪১তম প্রযোজনা ‘আগুনযাত্রা’। আজ রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে এই নাটকটি। ভারতের নাট্যকার মহেল দাত্তানির লেখা ‘সেভেন স্টেপস অ্যারাউন্ড দ্য ফায়ার’ থেকে ‘আগুনযাত্রা’ অনুবাদ করেছেন শহীদুল মামুন আর রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। দলের পক্ষ থেকে দর্শকদের জানানো হয়েছে, ‘শিশুদের সঙ্গে আনবেন না’। তবে কারণটি ব্যাখ্যা করেনি দল।

এর গল্প প্রসঙ্গে নির্দেশক জানান, উমার গবেষণার বিষয় হিজড়া বা রূপান্তরকামী মানুষ অথবা তৃতীয় লিঙ্গ। এই গবেষণার সূত্র ধরে সে কমলা হিজড়ার হত্যাকা-ের সূত্র খুঁজে পায়। কমলাকে পুড়িয়ে মারা হয়েছে এবং এই হত্যার জন্য আনারকলি নামে আরেক হিজড়া হাজত বাস করছে। উমার স্বামী জেল পুলিশে ঊর্ধ্বতন কর্মকর্তা, সেই সুবাদে আনারকলির সঙ্গে সাক্ষাৎ করা সহজ হয় উমার এবং আরও কিছু সূত্র খুঁজে খুঁজে সে হিজড়াদের ডেরায় প্রবেশ করে।

উমার এই গবেষণা শুধু গবেষণার মধ্যে সীমাবদ্ধ থাকে না, সে জড়িয়ে পরে এই সম্প্রদায়ের মানুষদের সঙ্গে মায়া আর দায়িত্বের বন্ধনে। উমার হারিয়ে যাওয়া এক ভাই বা বোন তৃতীয় লিঙ্গের। উমা যেন তাকেও খুঁজে ফেরে। ঘটনার সত্যতা উদ্ঘাটন করতে গিয়ে উমা অনেক অজানা অচেনা জগত আবিষ্কার করে-সেই সঙ্গে কমলার হত্যাকা-ের রহস্যও উদ্ঘাটিত হয়। এভাবে এগিয়ে যায় ‘আগুনযাত্রা’র গল্প।

এমন গল্পের অন্যতম চরিত্রে অভিনয় করেছেন সব মাধ্যমে সাবলীল শাহেদ আলী। আরও আছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন, চেতনা রহমান ভাষা, শারমিন আক্তার শর্মী, প্রদ্যুৎ কুমার ঘোষ, মো. আব্দুর রহিম খান, রকি খান, তানজি কুন, মো. শওকত হোসেন, ডায়ানা ম্যারলিন, ফয়সাল সাদী, আহমেদ সাকি, এ কে এম ইতমাম, তমাল, রানা নাভেদ, উচ্ছ্বাস তালুকদার।

নাটকটির মঞ্চ ও আলোতে মো. সাইফুল ইসলাম, সংগীতে রাহুল আনন্দ, কোরিওগ্রাফি ¯œাতা শাহরিন, প্রপস তানজি কুন, কস্টিউম আফসান আনোয়ার, ভিডিও নির্মাণ ও প্রক্ষেপণে শাহরিয়ার শাওন, রিপন কুমার দাস ধ্রুব, রাতুল প্রমুখ।
 

রূপালী বাংলাদেশ

Link copied!