২০১৭ সালে মিস ওয়ার্ল্ডের মুকুট উঠেছিল মানুষী চিল্লারের মাথায়। তার ঝকঝকে সৌন্দর্যের সঙ্গে মিশেছে বুদ্ধির দীপ্তি। সেরা সুন্দরীর শিরোপা পাওয়ার পর হিন্দি সিনেমার জগতে পা দেন মানুষী চিল্লার। তার প্রথম সিনেমা অক্ষয় কুমারের বিপরীতে ‘সম্রাট পৃথ্বীরাজ’। এই সিনেমাতে রানি সংযুক্তার চরিত্রে অভিনয় করেন তিনি। এ ছাড়া তার অভিনীত অন্য সিনেমা হচ্ছে ‘দা গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’ ও ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’। এরপর ‘অপারেশন ভ্যালেন্টাইন’ সিনেমাতে অভিনয় করেছেন তিনি।
ছাত্রাবস্থায় অত্যন্ত মেধাবী ছিলেন মানুষী। সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় গোটা দেশের মধ্যে ইংরেজিতে সবচেয়ে বেশি নম্বর পেয়েছিলেন তিনি। এরপর অল ইন্ডিয়া প্রিমেডিক্যাল টেস্ট ক্লিয়ার করে ডাক্তারিতে ভর্তি হন। বুদ্ধির ঝলকে ঘেরা সৌন্দর্য তাকে বিশ্বসুন্দরীর শিরোপার পাশাপাশি এনে দিয়েছে মডেলিং ও বলিউডে খ্যাতি। দুই হাজার সালে প্রিয়াঙ্কা চোপড়ার পর ১৭ বছর বাদে মানুষী চিল্লারের হাত ধরে বিশ্বসুন্দরীর খেতাব আবার আসে ভারতে।
এর পেছনে ছিল মানুষীর কঠোর পরিশ্রম। সুন্দরী প্রতিযোগিতায় যোগ দেওয়ার সময় তিনি বিশেষ জোর দেন তার ডায়েট এবং ওয়ার্ক আউটে। প্রথম অভিনীত সিনেমাতেই অক্ষয় কুমারের বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি। বড় মাপের একজন অভিনেতার সঙ্গে অভিনয় করলেও ভাগ্যের শিকে ছেঁড়েনি।
সম্প্রতি মুক্তি পেয়েছে মানুষী অভিনীত ‘মালিক’ সিনেমা। এ সিনেমাতে প্রথমবার জুটি বেঁধেছেন রাজকুমার রাও ও মানুষী চিল্লার। এই অ্যাকশনধর্মী সিনেমাতে একেবারে নতুন রূপে ধরা দিয়েছেন সাবেক এই বিশ্বসুন্দরী। মানুষী এত দিন গ্ল্যামারাস চরিত্রেই বেশি দেখা দিয়েছেন। তবে ‘মালিক’ সিনেমাতে তিনি একদমই ভিন্ন ভূমিকায় পুরোপুরি গ্ল্যামারহীন চরিত্রে হাজির হয়েছেন। সিনেমাতে তাকে দেখা গেছে রাজকুমার রাওয়ের স্ত্রী ‘শালিনী’র চরিত্রে।
নিজের চরিত্র প্রসঙ্গে মানুষী বলেন, ‘এই চরিত্রের কথা যখন পরিচালক ও লেখক প্রথম কল্পনা করেন, তখন আমি তাদের ভাবনাতেও ছিলাম না। এর আগে কেউ আমাকে এমন চরিত্রে দেখেননি। তবে সৌভাগ্যবশত আমি এই চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি। আর নিজের ওপর বিশ্বাস আছে, হয়তো পেরেছি।’
মানুষী নিজেই বলেছেন, কেউ তাকে এমন চরিত্রে ভাবতে পারেননি। ‘মালিক’ সিনেমাটি বক্স অফিসে সাড়া জাগাতে পারেনি। ফলে ভালো অভিনয় করে সমালোচকদের প্রশংসা অর্জন করলেও মানুষী ক্রেজ সৃষ্টি করতে পারেননি সমসাময়িক কিংবা তার পরে আসা অনেক তরুণী অভিনেত্রীর মতো। এটা এক ধরনের দুর্ভাগ্য বলা যায় তার জন্য।
ইয়াশ রাজ ফিল্মস প্রযোজিত সিনেমাতে প্রথম সুযোগ পেলেও বলিউডের বিখ্যাত এই ব্যানারটি এখন আর তার ব্যাপারে তেমন আগ্রহী নয়। সাধারণত তারা কোনো নতুন নায়িকাকে ব্রেক দিলে তার সঙ্গে তিনটি সিনেমা করার চুক্তি করে থাকে। মানুষীর সঙ্গে তেমন চুক্তি হয়ে থাকলেও একজন ফ্লপ নায়িকার পেছনে নতুন করে বিনিয়োগে তারা আর উৎসাহ পাচ্ছে না।
২৮ বছর বয়সি মানুষী একজন এমবিবিএস পাস করা ডাক্তার হলেও এখন ফুলটাইম অভিনেত্রী। বলিউডে পা রাখার পর ইতোমধ্যেই বেশ কয়েকটি বছর কেটে গেছে। তাকে খুব বেশি সিনেমাতেও দেখা যায়নি। তার অভিনীত সিনেমাগুলোর বক্স অফিস সাফল্য চোখে পড়ার মতো নয়। যেখানে ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দিয়েও সফল নায়িকারা নিজেদের অবস্থান নিয়ে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে আছেন সেখানে মানুষীর অবস্থান কোথায়?
যখন বিশ্বসুন্দরীর খেতাব জয়ী হিসেবে বলিউডে পা রেখেছিলেন তিনি তখন সবাই ধারণা করেছিলেন এর আগে মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স শিরোপা জয় করে বলিউডে পা রাখা ঐশ্বরিয়া রাই, সুস্মিতা সেন, প্রিয়াঙ্কা চোপড়া, লারা দত্তদের মতো মানুষীও অভিনেত্রী হিসেবে বাজিমাত করবেন। তার নিজের জন্য একটি অবস্থান সৃষ্টি করতে সক্ষম হবেন।
অথচ ইতোমধ্যেই বেশ কয়েকটি বছর পেরিয়েছে। মানুষীর বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। কিন্তু তাতে খুব একটা ভালো অবস্থা মনে হচ্ছে না তার। অনেকটা টিম টিম করে জ্বলছেন যেন বলিউডের আকাশে, সেখানে ঔজ্জ্বল্য নেই, দুর্দান্ত চমকের প্রকাশ নেই। এটা কেন হচ্ছে? তাহলে কি মানুষী বলিউডে তারকা হতে ব্যর্থ হয়েছেন?
গত ১৫ আগস্ট জন আব্রাহামের সঙ্গে তার নতুন সিনেমা ‘তেহরান’ ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পেয়েছে। ২০১২ সালে ইসরায়েলি কূটনীতিকদের ওপর হামলা এবং জিম্মি করার শ্বাসরুদ্ধকর বাস্তব ঘটনা অবলম্বনে এ সিনেমাটি নির্মিত হয়েছে। অ্যাকশনধর্মী সিনেমাটিতে জন আব্রাহাম স্বাভাবিকভাবেই প্রাধান্য নিয়ে পর্দায় থাকছেন, সেখানে আলাদাভাবে মানুষী দর্শকদের কতটা আকৃষ্ট করতে সক্ষম হবেন? তেমন প্রশ্ন আলোচিত হচ্ছে এখন।
বিশ্বসুন্দরীর খেতাব জয়ী মানুষী এখনো তার যোগ্য অবস্থানে পৌঁছাতে ব্যর্থ বলা চলে। নিজেকে প্রমাণের উপযুক্ত সুযোগ পাননি তিনি। তবে হাল ছেড়ে দেওয়ার পাত্রী নন। এই অভিনেত্রী ব্যক্তিগত জীবন সব সময়েই চর্চায় থাকে। বলিউডে গুঞ্জন ছড়িয়েছে মানুষী নাকি অভিনেতা বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন। অক্ষয় কুমারের বিপরীতে সম্প্রতি ‘স্কাই ফোর্স’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন বীর।
কিন্তু সম্প্রতি এক সাক্ষৎকারে এই গুঞ্জন প্রসঙ্গে মুখ খুলেছেন মানুষী। তিনি বীরকে ‘ভালো বন্ধু’ হিসেবেই উল্লেখ করেছেন।
মানুষী বলেন, ‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক ভুল তথ্য লেখা হয়। বান্ধবীদের সঙ্গে বেশি সময় কাটাই বলে এটা মনে করার কোনো কারণ নেই যে, আমার পুরুষদের প্রতি কোনও আকর্ষণ নেই। আর কোনো পুরুষের সঙ্গে ঘুরতে বেরনোর অর্থ কি আমরা সম্পর্কে রয়েছি!’
মানুষী জানিয়েছেন, এখন তিনি এ সব গুজবের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন। কোনো অভিনেতা এবং অভিনেত্রীকে একসঙ্গে দেখা গেলে তাদের নিয়ে যে, গুজব শুরু হয় তা দেখে তিনি এখনো বিস্মিত হন। গত বছর জুলাই মাসে অনন্ত অম্বানী এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে প্রথম মানুষী এবং বীরের ছবি ভাইরাল হয়। তবে অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তিনি বীরের সঙ্গে সম্পর্কে নেই।
অভিনেত্রীর কথায়, ‘বেচারা বীর! না না, এ রকম কোনো ঘটনাই ঘটেনি। ও আমার খুব ভালো বন্ধু। বিয়ের অনুষ্ঠানে কাউকে চিনতাম না। ও আমাকে শুধু সঙ্গ দিয়েছিল। তার বেশি আমাদের মধ্যে কিছু ঘটেনি।’
২০২১ সাল থেকে ব্যবসায়ী নিখিল কামাথের সঙ্গে সম্পর্কে ছিলেন মানুষী। গত বছর যুগলের বিচ্ছেদ হয়। অন্যদিকে, বীর বলিউডে পা রাখার আগে অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে সম্পর্কে ছিলেন বলে খবর। সর্বত্র পুরুষতন্ত্রের আধিপত্য। বিশেষ করে বিনোদন জগৎ চরম নারীবিদ্বেষী। এমন মনে করেন মানুষী চিল্লার। মহিলারা সফল হলে তা নিয়ে নানা রকমের সমালোচনা করা হয়। সব সময়ে এমন আবহ তৈরি করা হয়, যেখানে মহিলাদের সফল হওয়া কঠিন হয়ে দাঁড়ায়। মহিলারা সফল হলেও তার পেছনে কোনো পুরুষের ভূমিকা আছে বলে মনে করা হয়, দাবি অভিনেত্রীর।
এই বিষয়ে সমাজমাধ্যমে নিজের স্পষ্ট মতামত ভাগ করে নিয়েছেন মানুষী। তিনি লিখেছেন, ‘নারী বিদ্বেষীরা সব সময়ে মহিলাদের সাফল্যের পেছনে তাদের মেধা নয়, পুরুষের ভূমিকা খুঁজে বেড়ায়। বাস্তবের দুনিয়ায় যেসব মন্তব্যের কোনো প্রভাব নেই, সেগুলো আমি সব সময়ে এড়িয়ে চলেছি। একটা বিষয় লক্ষ্য করেছি। কর্মরত সফল মহিলাদের সব সময় অশ্রদ্ধা করা হয়। বিশেষ করে বিনোদন জগতের মহিলাদের অধিক অসম্মান করে কথা বলা হয়।’
মানুষী আরও লেখেন, ‘আমি প্রগতিশীল ও শিক্ষিত পরিবেশে বড় হয়েছি, যেখানে লিঙ্গ নির্বিশেষে প্রত্যেকের সমান অবদান থাকে। কোনো একজন চিকিৎসক ভালো কি না, সেটাই দেখা হয়। কিন্তু পুরুষেরা সফল হলে, তাদের পরিশ্রমী বলা হয়। অন্যদিকে, মহিলারা সফল হলে তাদের সুযোগসন্ধানী, চতুর, অর্থলোভী বলা হয়ে থাকে।’
কিন্তু হঠাৎ কেন এই বিষয় নিয়ে এত সরব মানুষী চিল্লার? সম্প্রতি সমাজমাধ্যমে তার একটি পোস্ট ছড়িয়ে পড়ে। সেই পোস্টে দাবি করা হয়, ‘সুগার ড্যাডি’ ও ব্যবসায়ীদের মধ্যে খুবই জনপ্রিয়। এই দাবির পরেই বিস্ফোরক মন্তব্য করেন মানুষী।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন