চিত্রশিল্পী, ইউডা চারুকলার সহকারী অধ্যাপক ও নাট্যনির্মাতা মো. নাজমুল হক বাপ্পীর শিল্পকর্ম নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগ আয়োজন করতে যাচ্ছে এক নান্দনিক উপস্থাপনা ‘আমার শিল্পের অন্তকথন’ শীর্ষক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দেশ বরেণ্য শিল্পী ও প্রাচ্যকলা বিভাগের অনারারি অধ্যাপক ড. আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুইসহ অনেকেই। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম শেখ চঞ্চল।
শিল্পী নাজমুল হক বাপ্পীর চিত্র শিল্পে পদচারণা ব্যাপক। তিনি দেশে ও বিদেশে বহু একক চিত্র প্রদর্শন করেছেন, পেয়েছেন এক ডজনের বেশি পুরস্কার। প্রকৃতিপ্রেমী এই চিত্রশিল্পীর ভাবনাজুড়ে সবসময় স্থান পেয়েছে দেশের মাটির গন্ধ, সবুজের স্নিগ্ধতা আবার কখনো পাহাড় কিংবা সমুদ্র।
‘আমার শিল্পের অন্তকথন’ বিষয়ে বাপ্পী বলেন, শিল্প জীবন ও চিত্রকলা নিয়ে এই আয়োজন। বিভিন্ন শিল্পী, সাহিত্যিক, শিক্ষক ছাত্র-ছাত্রীরা এতে উপস্থিত থাকবেন।
শিল্পী নাজমুল হক বাপ্পীর অসংখ্য নাটক দর্শকমনে জায়গা করে নিয়েছে। চিত্রকলার পাশাপাশি তিনি নাট্যনির্মাণেও দক্ষতার ও নান্দনিকতার পরিচয় দিয়েছেন।
জানা গেছে, আগামীকাল সকাল ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে।