সম্প্রতি নির্মিত হয়েছে একক নাটক ‘কেউ তো জানে’। নাটকটিতে তুলে ধরা হয়েছে দাম্পত্য জীবনের নিঃসন্তান কষ্ট, পারিবারিক টানাপোড়েন এবং সম্পর্কের জটিল আবেগঘন গল্প।
পাভেল ইসলামের রচনায় ও কাজী সাঈফ আহমেদের পরিচালনায় নির্মিত এই নাটকে অভিনয় করেছেন পাভেল ইসলাম, মানসী প্রকৃতি, মাইমুনা ফেরদৌস মম, সালমান রাফি, বাদল শহীদ, সুলতানা লীনা, কামরুজ্জামান সবুজ প্রমুখ। এনটিভিতে আগামীকাল রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘কেউ তো জানে’।
গল্পে দেখা যাবে, ধনী ব্যবসায়ী কামরুল ও তার স্ত্রী রেহানা নিঃসন্তান দাম্পত্য জীবনে কষ্টে ভুগছেন। এদিকে তাদের দেখাশোনার দায়িত্বে থাকা রাজুর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কলেজপড়ুয়া সুমীর। কিন্তু গ্রামের আলোচনা আর বন্ধুবান্ধবের চাপে কামরুল দ্বিতীয় বিয়ের কথা ভাবতে শুরু করেন। প্রস্তাব পৌঁছালে সুমীর দরিদ্র বাবা রাজি হলেও রাজুর সঙ্গে সম্পর্কের কারণে সুমী দোটানায় পড়ে যায়। এভাবেই এগিয়ে যাবে গল্পটি।
মানসী প্রকৃতি বলেন, ‘কেউ তো জানে’ নাটকের গল্পটা বাস্তবের খুব কাছাকাছি। এখানে যে চরিত্রে অভিনয় করেছি, তা আমার জন্য নতুন অভিজ্ঞতা। আশা করি, দর্শকরা নিজেদের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পাবেন এই নাটকে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন