ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৫ লাখ ৪ হাজার ভারতীয় জাল রুপিসহ ওলিয়ার শেখ (৩৭) নামে একজনকে আটক করেছে মহেশপুর-৫৮ বিজিবি। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার খোসালপুর সীমান্তে এ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের খোসালপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে ওলিয়ার শেখ (৩৭) নামে এক ব্যক্তিকে তার ৫ বছরের ছেলে আমানকে সঙ্গে নিয়ে ভারতীয় জাল রুপি বহন করার সময় আটক করা হয়। আটক ওলিয়ারের বাড়ি বাগেরহাট সদর উপজেলার বেশরগাতী গ্রামে। বিজিবি আরও জানায়, ওলিয়ার শেখ দীর্ঘদিন ধরে ভারতের বিহারে বসবাস করছিলেন। তিনি সেখানে দর্জির কাজ করতেন এবং স্থানীয় মুসলিম বস্তির এক নারীকে বিয়ে করেন। পরে তিনি বাগেরহাটের মারুফ নামের এক ব্যক্তির মাধ্যমে জাল রুপি সংগ্রহ করে ভারতে ব্যবহার করেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন