বিশ্বের শহরগুলোর বায়ুদূষণ তালিকায় শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৭৮ স্কোর পেয়ে শহরটির বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে অবস্থান করছে। বিশ্বের শীর্ষ ৬টি শহরের বাতাসের মানই ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) তথ্যটি প্রকাশ করেছে বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার।
বাংলাদেশের রাজধানী ঢাকা আজ বায়ুদূষণে ১৭তম অবস্থানে রয়েছে। একিউআই স্কোর ৮৬, যার অর্থ ঢাকার বাতাস ‘মধ্যম’ পর্যায়ে রয়েছে। তবে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার (PM2.5) পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর মানদণ্ডের চেয়ে প্রায় ৫.৬ গুণ বেশি।
আজ ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে পীরেরবাগ রেললাইন (১২৪) এলাকায়। এরপরের অবস্থানগুলো হলো: পুরান ঢাকার বেচারাম দেউড়ি (১০৫) ও কল্যাণপুর (১০৫)। এই ৩ এলাকায় বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় এর পরেই রয়েছে মিরপুরের ইস্টার্ন হাউজিং (৯০), মিরপুর ৬ এর শিয়ালবাড়ি সরকারি অফিসার্স কোয়ার্টার (৯০), গোড়ান (৮২), মাদানি সরণির বেজ এজওয়াটার (৮১) এলাকা। এসব এলাকায় বাতাসের মান ‘মধ্যম’ পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন