লক্ষাধিক শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ৪১ হাজার ৬২৭ জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন। ফলে অনেকেই সুপারিশ বঞ্চিত হয়েছেন।
এ কারণে সুপারিশ না পাওয়া নিবন্ধনধারীদের জন্য ‘বিশেষ গণবিজ্ঞপ্তি’ প্রকাশের পরিকল্পনার কথা জানা যায়।
তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান আমিনুল ইসলাম।
যদিও তিনি জানিয়েছেন যে, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনসাপেক্ষে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা জানিয়েছেন তিনি।
দুই বছর আগে ১৮তম বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এতে ১৮ লাখ ৬৫ হাজার ৭১৯ জন আবেদন করেন। তাদের মধ্যে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে সর্বোচ্চ মেধার স্বাক্ষর রেখে ৬০ হাজার ৫২১ জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হন।
তবে গত ১৯ আগস্ট প্রকাশিত ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলে লক্ষাধিক পদের বিপরীতে মাত্র ৪১ হাজার ৬২৭ জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন। ফলে প্রায় ৬০ হাজার শূন্য পদ থাকা সত্ত্বেও ১৮তম পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ১৬ হাজার ২১৩ জন প্রার্থী তাদের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছেন।
পরে ‘বিশেষ গণবিজ্ঞপ্তি’ প্রকাশের দাবিতে গত মঙ্গলবার (২৬ আগস্ট) শিক্ষা উপদেষ্টার দপ্তরে স্মারকলিপি জমা দিয়েছেন ১৮তম নিবন্ধনধারীরা। ওইদিন এনটিআরসিএ চেয়ারম্যানের সঙ্গেও কথা বলেন তারা।
স্মারকলিপিতে সুপারিশপ্রত্যাশীরা বলেন, মেধা ও যোগ্যতা সত্ত্বেও চূড়ান্ত নিয়োগ না পাওয়ায় তারা হতাশা, মানসিক চাপ ও পারিবারিক-সামাজিক চাপের মুখোমুখি হচ্ছেন।
তারা এও বলছেন, যেহেতু নতুন পদ্ধতিতে ১৯তম পরীক্ষা ও নিয়োগ প্রদান হবে। তাই তারা অনুরোধ জানিয়েছেন যে, ১৮তম সব নিয়োগ বঞ্চিত প্রার্থীদের সুপারিশ নিশ্চিত করার পর ১৯তম সার্কুলার জারি করা হোক।
নিয়োগ বঞ্চিতরা আরও বলেন, ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি শিক্ষক সংকট নিরসনে ১৫ হাজার ১৬৩ জন প্রার্থীর জন্য ‘বিশেষ গণবিজ্ঞপ্তি’ প্রকাশ করা হয়েছিল।
প্রার্থীরা প্রত্যাশা করেন, ২০২২ সালের মতো এবারও ৬০ হাজারের অধিক শূন্য পদ পূরণের জন্য ‘বিশেষ গণবিজ্ঞপ্তির’ মাধ্যমে ১৮তম পরীক্ষায় উত্তীর্ণ ১৬ হাজার ২১৩ জন প্রার্থীর নিয়োগ প্রদান করবে এনটিআরসিএ কর্তৃপক্ষ।

 
                             
                                    


 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031234404.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন