পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ভজনপুর শাখায় ডাকাতির চেষ্টার সময় সহিদুল হক (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (২৭ আগস্ট) রাতে ভজনপুুুর বাজারে ব্যাংকের ভেতর থেকে ডাকাতির চেষ্টার সরঞ্জামসহ তাকে আটক করা হয়৷
পুলিশ ও স্থানীয়রা জানান, কৃষি উন্নয়ন ব্যাংকের নাইটগার্ড রাতের খাবারের জন্য ব্যাংকের নিচে নামলে কিছুক্ষণ পর ব্যাংকের ভেতরে হঠাৎ লাইটের আলো দেখতে পায়। সন্দেহ হলে গার্ড মুঠোফোনে ব্যাংক ম্যানেজার, কর্মকর্তাসহ স্থানীয়দের ও পুলিশকে বিষয়টি জানান।
এ সময় স্থানীয়দের সহায়তায় ব্যাংকের ভেতরে প্রবেশ করা ওই যুবককে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি ব্যাগে ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয় ৷
এদিকে ঘটনার পরপরই তেঁতুলিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতির চেষ্টা করা সহিদুলকে আটক করে থানায় নেয় ৷ পুলিশ বলছে, ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জানা গেছে, আটক যুবক সহিদুল ভজনপুর ইউনিয়নের সারাপিগছ এলাকার শুক্রু মোহাম্মদের ছেলে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251030233957.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন