চলচ্চিত্রের আঁতুড়ঘর এফডিসিতে এখন আর আগের ব্যস্ততা নেই। এখন কাজহীন এফডিসি। যে কারণে নেই শিল্পীদের আনাগোনাও। তবে রোববার দেখা যায় এক ভিন্ন চিত্র। অনেক শিল্পীর আগমনে হঠাৎ মুখর হয়ে ওঠে এফডিসির আঙিনা। নির্বাচন ছাড়াই এফডিসিতে হাজির হয়েছিলেন ইন্ডাস্ট্রির এক সময়ের জনপ্রিয় সব তারকারা।
মূলত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে এফডিসিতে শিল্পী সমিতি প্রাঙ্গণে প্রয়াত শিল্পীদের জন্য বিশেষ দোয়া ও স্মৃতিচারণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন সোহেল রানা, আহমেদ শরীফ, আনোয়ারা বেগম, নূতন, রুবেল, বাপ্পারাজ, রাশেদা আক্তার, রিনা খান, কাবিলা, নাসরিন, ঐন্দ্রিলা আহমেদসহ অনেক অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। এদিন হাজির হয়েছিলেন প্রয়াত শিল্পীদের পরিবারও। সবার উপস্থিতিতে যেন প্রাণ ফিরে পায় প্রতিষ্ঠানটি।
এ সময় শিল্পী সমিতির ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেছেন সোহেল রানা, আহমেদ শরীফ, বাপ্পারাজ থেকে শুরু করে প্রয়াত শিল্পীদের পরিবারও। সোহেল রানা বলেন, ‘এ ধরনের অনুষ্ঠান এবারই প্রথম হয়েছে। অনেক দিন পর সহকর্মীদের সঙ্গে দেখা হয়ে ভালো লেগেছে। শিল্পী সমিতিকে ধন্যবাদ এত সুন্দর আয়োজনের জন্য।’
প্রয়াত বুলবুল আহমেদের কন্যা অভিনেত্রী ঐন্দ্রিলা আহমেদ বলেন, ‘শিল্পী সমিতি প্রশংসনীয় একটি উদ্যোগ নিয়েছে। এমন সুন্দর আয়োজনে এসে দীর্ঘদিন পর সবার সঙ্গে দেখা হয়ে ভালো লেগেছে।’
শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য-চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি বলেন, ‘আমরা কয়েকজন মিলে চেষ্টা করেছিলাম প্রয়াত শিল্পীদের পরিবার এবং এখনো যেসব কিংবদন্তি শিল্পীরা বেঁচে আছেন তাদের একত্র করতে। সাড়া পাব ভেবেছিলাম কিন্তু এত বেশি পাব তা কল্পনাও করিনি। আলহামদুলিল্লাহ, প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পেয়েছি। আয়োজনে যারাই উপস্থিত হয়েছেন তারা সবাই এই আয়োজন মুগ্ধতার কথা জানিয়েছেন। গরম উপেক্ষা করেও যারা শিল্পী সমিতির ডাকে সাড়া দিয়ে এসেছে, তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ। এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। সমিতির কমিটিতে না থাকলেও চেষ্টা করব প্রতি বছর এমন আয়োজন বড় পরিসরে সবাইকে উপহার দেওয়ার। আশা রাখছি, সবার সহযোগিতায় আবারও তা সম্ভব হবে।’
‘স্মৃতির আয়নায় কিংবদন্তির দৃশ্য’ উদ্যোগের নেপথ্যে ছিলেন শিল্পী সমিতির সিনিয়র সহ-সভাপতি মাসুম পারভেজ রুবেল, সহ-সাধারণ সম্পাদক আরমান, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যোকি আলমগীর, কোষাধ্যক্ষ কমল পাটেকর, কার্যনির্বাহী সদস্য চুন্নু, রুমানা ইসলাম মুক্তি, সনি রহমান এবং অভিনেতা শিবা শানু।