ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

সোহান নেই দুই বছর

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ১১:৫৮ পিএম

দেশের অন্যতম সফল চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান চলে যাওয়ার দুই বছর আজ। ২০২৩ সালে মস্তিষ্কে রক্তক্ষরণে মারা যান ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার নির্মাতা সোহানুর রহমান সোহান; তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। জীবনসঙ্গী প্রিয়া রহমানের মৃত্যুর ২৪ ঘণ্টা না পেরুতেই তিনিও না ফেরার দেশে চলে যান। টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে স্ত্রীর পাশে তাকে সমাহিত করা হয়।

আজ সোহানুর রহমান সোহানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে কবর দেখতে এবং দোয়া করতে টাঙ্গাইলে যাবেন চলচ্চিত্র পরিচালক সমিতি ও শিল্পী সমিতির প্রতিনিধিরা। এ তথ্য রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেছেন চলচ্চিত্র নির্মাতা গাজী মাহবুব ও শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য-চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। 

বহু সফল চলচ্চিত্রের নির্মাতা সোহানুর রহমান সোহান তার চলচ্চিত্র কর্মজীবন শুরু করেন শিবলি সাদিকের সহকারী হিসেবে। পরে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করা সোহানের প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’। ১৯৮৮ সালে সেই সিনেমা মুক্তি পায়। তবে পরিচালক হিসেবে তিনি সাফল্য পান ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা দিয়ে।

এ নির্মাতার হাত ধরেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ, মৌসুমী, পপি ও ইরিন জামান। শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম সিনেমার পরিচালক ছিলেন তিনি।

‘আমার ঘর আমার বেহেশত’, ‘আমার দেশ আমার প্রেম’, ‘অনন্ত ভালোবাসা’, ‘স্বজন’, ‘স্বামী ছিনতাই’, ‘আমার জান আমার প্রাণ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘কোটি টাকার প্রেম’, ‘সে আমার মন কেড়েছে’, ‘দ্য স্পিড’ ও ‘লোভে পাপ পাপে মৃত্যু’ তার উল্লেখযোগ্য চলচ্চিত্র।

সোহান বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে টানা দুবার মহাসচিব এবং দুবার সহসভাপতির দায়িত্ব পালন করেন।