২৫ বছরের সংগীত জীবনের বিশেষ মুহূর্ত উদযাপন করতে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন দেশের শ্রোতাপ্রিয় গায়ক ও তারকা অভিনেতা তাহসান খান। সেখানকার পাঁচটি শহরে তার কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে।
তেমন একটি আয়োজনে তাহসান জানালেন গান থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার কথা। অভিনয় অনেক থেকে আগেই নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি। এবার গানবাজনা থেকেও নিজেকে প্রত্যাহার করে নেওয়ার আভাস দিয়েছেন এই গায়ক। এর পেছনে অন্যতম ফ্যাক্টর হিসেবে তুলে ধরেছেন, ‘মেয়ে বড় হচ্ছে’!
নেট দুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে তাহসানকে বলতে শোনা যায়, ‘এটাই আমার লাস্ট কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলব। মেয়ে বড় হচ্ছে, এখন কি দাড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে?’ তিনি আরও জানান, ইতোমধ্যেই তার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভেট করে দিয়েছেন!
গানের আগে অভিনয় থেকে সরে দাঁড়ান তাহসান। গত বছর এ বিষয়ে তিনি বলেছিলেন, ‘আমি ২০ বছর ধরে অভিনয়ে কাজ করছি। নিজেকেই নিজের বিরতি নিতে হয়। যারা আমাকে ভালোবাসে আমার কাজ ভালো লেগেছে বলেই ভালোবাসেন। যখন মনে হয় কাজ একঘেয়েমি হয়ে যাচ্ছে, খুব একটা ভালো কাজ হচ্ছে না তখন নিজেকেই থামিয়ে দিতে হয়।’
এর কিছুদিন পরেই তাহসান জানিয়েছিলেন, হেটেরোটোপিয়া নামের একটি রোগ বাসা বেঁধেছে তার কণ্ঠনালিতে। এই সমস্যায় গলার কাঠামো পরিবর্তন হয়ে যায়। কমে যায় গান গাওয়ার মনোবল। ২০১৮ সাল থেকে এই সমস্যার শুরু। সে কারণে আগের মতো এখন আর অনায়াসে গানও গাইতে পারছেন না। শুধু তাই নয়, ভবিষ্যতে গান গাওয়া নিয়েও শঙ্কার কথা জানিয়েছিলেন।
ওই সময় তাহসান বলেছিলেন, ‘যতদিন যাচ্ছে, আমার গান গাওয়ার সক্ষমতাও কমছে। ভক্তদের এ জন্য জানালাম, ধীরে ধীরে যদি কনসার্ট কমে যায় এবং লাইভে গান গাওয়াও কমে যায়, তাহলে আপনারা বুঝে নেবেন, আমার সমস্যা প্রকট হয়েছে। আর আমার জন্য আপনারা দোয়া করবেন, যেন সমস্যা যতটুকু হয়েছে, তা আর বেশি না হয়।’
তাহসান-মিথিলার একমাত্র সন্তান আইরা। বিচ্ছেদ পরবর্তী সময়ে আইরা বড় হচ্ছে মায়ের সঙ্গেই! অন্যদিকে, চলতি বছরই মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে সংসার জীবনের নতুন ইনিংস শুরু করেছেন তাহসান। তবুও কেন গান-বাজনা বন্ধের জন্য একমাত্র ‘কন্যা’কে দাঁড় করালেন, সেটা নিয়ে চলছে নানা গুঞ্জন।
বলে রাখা যায়, ‘ব্ল্যাক’ ব্যান্ডের মাধ্যমে তাহসানের সংগীত জগতে পথচলা শুরু হয়েছিল। এরপর তিনি একক শিল্পী হিসেবে এবং পরবর্তীতে ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ ব্যান্ডের সঙ্গে কাজ করেছেন। বর্তমানে সময়ে ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’ নিয়ে দেশ-বিদেশে বিভিন্ন কনসার্টে নিয়মিত পারফর্ম করে আসছিলেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন