ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫

চাঁদাবাজির টাকাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ১০:১২ এএম

জামালপুরে চাঁদাবাজির অভিযোগে শহরের শাহপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকাসহ হাবিবুর রহমান (৩৫) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে হাতেনাতে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল শনিবার স্বেচ্ছাসেবক দলের নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক। 
এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাঁকে আটক করা হয়।
আটক হাবিবুর রহমান জামালপুর পৌর এলাকার শাহপুর এলাকার বাসিন্দা। সে জামালপুর শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য। 
পুলিশ জানিয়েছে, হাবিবুর রহমান শহরের শাহপুর এলাকার বাসিন্দা নজরুল ইসলামের কাছে কিছুদিন ধরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। নজরুল ইসলাম তার ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন এবং জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযোগ পাওয়ার পরপরই যৌথ অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত শুক্রবার রাতে সেনাবাহিনীর একটি দল ও পুলিশ সদস্যরা যৌথভাবে শাহপুর এলাকায় অভিযান চালান। অভিযানে হাবিবুর রহমানকে ঘটনাস্থল থেকে ৫০ হাজার টাকাসহ চাঁদাবাজির সময় হাতেনাতে আটক করা হয়।