ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

ব্যবসায়ীকে জরিমানা

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ০৩:৪৬ এএম

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় অতিরিক্ত দামে সার বিক্রি ও মজুত রাখার দায়ে তিনজন সার ব্যবসায়ীকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার উপজেলার বিভিন্ন সার ও কীটনাশক বিক্রয়কেন্দ্রে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল হুদা। অভিযানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দীনেশ চন্দ্র রায় এবং থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মহেশাইল বাজারের সার বিক্রেতা মো. ওমর ফারুক বাবুলকে ১০ হাজার, একই এলাকার মো. রবিউল ইসলামকে ৫ হাজার এবং সেতাবগঞ্জ উপজেলা রোডের মেসার্স মোল্লা ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল হুদা বলেন, বর্তমানে কৃষকদের মধ্যে সারের চাহিদা বেশি। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে সার বিক্রি করছেন। কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।