ঝিনাইদহের শৈলকুপায় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গত বৃহস্পতিবার রাতে উপজেলার নিত্যনন্দনপুর ইউনিয়নের শেখরা গ্রাম থেকে তাদের আটক করা হয়। পরে তাদের পুলিশর কাছে হস্তান্তর কারা হয়। গ্রেপ্তাররা হলো, দক্ষিণ মনোহরপুর গ্রামের সানাউল্লাহ মিয়ার ছেলে সাইফুল ইসলাম পাভেল, আজগর আলী শেখের ছেলে আলী রাজ শেখ, মৃত কিয়াম উদ্দিনের ছেলে সোবাদ আলী। স্থানীয় সূত্রে জানা যায়, হোসেন ম-লের ছেলে জিয়া ম-ল ও সানাউল্লাহ মিয়ার ছেলে সাইফুল ইসলাম পাভেলের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার রাতে সাইফুল জিয়ার বাড়িতে যায়। এ সময় এলাকাবাসী ডাকাত সন্দেহে কয়েকজনকে গণধোলাই দিয়ে আর্মি ক্যাম্পে খবর দেয়। পরে সেনবাহিনী এসে দুটি বিদেশি পিস্তল, আটটি গুলি, দুটি ম্যাগাজিনসহ তিনজকে আটক করে শৈলকুপা থানায় হস্তান্তর করে।
আপনার মতামত লিখুন :