লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় প্রধানি আসামি ফারুক হোসেনকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে র্যাব-১১-এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কু-ু বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত আসামিকে র্যাব-১০-এর সহযোগিতায় র্যাব-১১ রাজধানীর রায়েরবাগ এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ফারুক সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপনাথপুর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে।
এজাহার সূত্রে জানা গেছে, গোপীনাথপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে রাস্তাঘাটে চলাচলের সময় অভিযুক্ত ফারুকসহ অন্যরা বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। গত বুধবার দুপরে ফারুকসহ তিনজন ঘরে ঢুকে ধারালো চাকুর ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় তারা। এ ঘটনায় আত্মসম্মানের ভয়ে ভুক্তভোগী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে সদর মডেল থানায় তিনজনের নামে মামলা করেন।
আপনার মতামত লিখুন :