ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫

ইয়াবাসহ আটক ১

সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ১০:৪০ পিএম

নাটোরের সিংড়ায় সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর যৌথ অভিযানে ৬০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শেরকোল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী শেরকোল এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটের একটি প্যাকেট উদ্ধার করা হয়। আটক ব্যক্তির নাম মো. আশরাফুল ইসলাম (৪০)। অভিযান শেষে তাকে উদ্ধারকৃত মাদকসহ সিংড়া থানায় হস্তান্তর করা হয়। সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।