চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ মো. সাইদুর রহমান (৩৮) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের একটি টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার দশমী ব্রিজপাড়া এলাকায় পরিচালিত এই অভিযানে বিদেশি একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১৫ রাউন্ড গুলি এবং দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আটককৃতকে তল্লাশি ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অস্ত্রসহ দামুড়হুদা থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেনাবাহিনীর একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, দেশের বর্তমান প্রেক্ষাপটে জননিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। এই অভিযানের মাধ্যমে সেনাবাহিনী আবারও প্রমাণ করেছে, অপরাধ নির্মূলে তারা সদা প্রস্তুত।
আপনার মতামত লিখুন :