পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে একটি মৃত ডলফিন।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে কুয়াকাটার মাঝিবাড়ি পয়েন্টে জোয়ারের পানিতে ভেসে ওঠে বোটলনোজ প্রজাতির ডলফিনটি।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে সমুদ্র কিছুটা উত্তাল ছিল। ধারণা করা হচ্ছে, ঢেউয়ের তোড়ে ডলফিনটি তীরে ভেসে এসেছে। মৃত ডলফিনটির শরীরের পেছনের অংশে ও লেজে আঘাতের চিহ্ন রয়েছে। দেখে মনে হয়েছে, অন্তত ৩-৪ দিন আগে প্রাণীটির মৃত্যু হয়েছে।
ওয়ার্ল্ডফিশ-এর ইকোফিশ-২ প্রকল্পের সহযোগী গবেষক বখতিয়ার উদ্দিন বলেন, ‘আমরা বেশ কয়েক বছর ধরে ডলফিন মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছি। অধিকাংশ ক্ষেত্রেই বিষক্রিয়ার প্রমাণ পাওয়া যায়নি। আমাদের ধারণা, ট্রলার-ভিত্তিক মাছ ধরার সময় জেলেদের অসাবধানতা এবং সমুদ্রে প্লাস্টিক বর্জ্যের আধিক্য এই মৃত্যুর পেছনে বড় কারণ।’
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘সৈকত এলাকায় ডলফিন রক্ষায় আমরা নিয়মিত কাজ করছি। যদিও আগের তুলনায় মৃত্যুর হার কিছুটা কমেছে, তবুও প্রায়ই এমন ঘটনা ঘটছে। আমরা চাই, সরকার ও সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠানগুলো ডলফিন মৃত্যুর কারণ আরও গভীরভাবে অনুসন্ধান করুক।’
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান জানান, ‘খবর পাওয়ার পরপরই বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কুয়াকাটা পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের সহায়তায় ডলফিনটিকে মাটিচাপা দিয়েছে।’

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন