টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। গত বুধবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের বেশিরভাগকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ধনবাড়ীর হারিনাতেলী, মাধববাড়ি, নল্যা ও বিলাসপুর গ্রামে পাগলা কুকুরের হঠাৎ আক্রমণে একের পর এক মানুষ আহত হন। সকাল থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা অনেকেই বাড়ির বাইরে বের হচ্ছেন না।
ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, কুকুরে কামড়ানোর পর যত দ্রুত সম্ভব হাসপাতালে এসে চিকিৎসা নেওয়া উচিত। আমাদের হাসপাতালে সকাল থেকেই কুকুরে কামড়ানো রোগী আসছেন। প্রয়োজনীয় ভ্যাকসিন ও চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতরদের ভর্তি রাখা হয়েছে।
ধনবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুবোধ বলেন, একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে এত মানুষকে কুকুরে কামড়ানো খুবই উদ্বেগজনক। পাগলা কুকুরগুলোকে ধরতে আমরা কাজ শুরু করেছি।
এদিকে, ধনবাড়ী থানার ওসি বলেন, বিষয়টি জানার পর থেকেই পুলিশের একটি টিম মাঠে রয়েছে। এলাকার জনপ্রতিনিধিদের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে, যেন কেউ কুকুরের ধারে না যায়।
আপনার মতামত লিখুন :