ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫

আ.লীগ নেতার ডাকাতি মামলায় সাবেক চেয়ারম্যানসহ সবাই খালাস

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ১১:৫৩ পিএম

আওয়ামী লীগ নেতার করা ছিনতাই ও ডাকাতি মামলায় খালাস পেয়েছেন সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপির) সাবেক চেয়ারম্যানসহ সব আসামি। গতকাল বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরিফ মো. সানাউল হক এ রায় ঘোষণ করেন। 
খালাসপ্রাপ্তরা হলেনÑ তালা প্রেসক্লাবের সভাপতি ও তালা সদর ইউপির সাবেক চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম (৫৫), আটারই গ্রামের মজিবর গাজী (৪৫), শাহপুর গ্রামের সেলিম গাজী (৩৫) ও রফিকুল মোল্লা (৪২)।


মামলায় বাদীর অভিযোগ, ২০১৭ সালের ১২ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তালার ইসলামকাটি সাব-রেজিস্ট্রি অফিসের সামনে থেকে অস্ত্রের মুখে জিম্মি করে ৮৫ হাজার টাকা আসামিরা ছিনতাই করে নেয়। এ অভিযোগে মামলা দায়ের করেন তালার আটারই গ্রামের মোকাম আলী গাজীর ছেলে আওয়ামী লীগ নেতা জি এম আলাউদ্দীন। মামলা নম্বর ৬৪৩/১৮, ধরা ৩৯৪ দ-বিধি।


আসামিপক্ষের আইনজীবী আশরাফুজ্জামান বলেন, গেল ২৭ জুলাই বিজ্ঞ আদালত চার স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করে গতকাল রায় ঘোষণর দিন ধার্য ছিল। পরিকল্পিতভাবে আসামিদের ফাঁসাতে সাজানো ছিনতাই ও ডাকাতি মামলা করা হয়েছিল। রাজনৈতিক প্রতিহিংসাবশত প্রতিপক্ষকে দমন করতে এই মামলার উৎপত্তি। দীর্ঘ আইনি লড়াইয়ে আমরা ন্যায়বিচার পেয়েছি। আদালত মামলা থেকে সব আসামির খালাসের রায় প্রদান করেছেন। 


খালাসপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস এম নজরুল ইসলাম বলেন, ‘আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। ২০১৬ সালে জনগণের ভোটে আমি বিজয়ী হলেও নৌকা প্রতীকের আওয়ামী লীগ প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়। এরপর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ইন্ধনে আমার বিরুদ্ধে কাল্পনিক অভিযোগে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতিসহ একাধিক মামলা দায়ের করা হয়। আজ (গতকাল) একটি মামলায় আদালত খালাস দিয়েছেন, আমি ন্যায়বিচার পেয়েছি।’