আশঙ্কাজনকভাবে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। তাই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ময়লার ভাগারে নেমেছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।
গত বুধবার কলাপাড়া পৌর শহরের দুর্গন্ধময় ময়লা-আবর্জনার মধ্যে নেমে তিনি নিজ হাতে এডিস মশার আবাসস্থল ধ্বংস করেছেন। একই সঙ্গে দিনভর পরিছন্নতাকর্মীরা মশক নিধন অভিযান পরিচালনা করেন। পৌরসভার পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়।
ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসিন সাদেক বলেন, পৌর শহরের কোথাও কোনো ময়লা-আবর্জনা থাকবে না, ডেঙ্গু মশা নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পৌরবাসীকে তাদের বাসার আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।