ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫

হতদরিদ্র নারীদের চাল ছিনতাই, গ্রেপ্তার ২

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ১১:২৪ পিএম

যশোরের শার্শায় হতদরিদ্র নারীদের জন্য বরাদ্দকৃত সরকারি সহায়তার চাল ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার দুপুরে উপজেলার ধলদা এলাকা থেকে মিজানুর রহমান বিশ্বাস (৬০) ও লাল্টু বিশ্বাস (৩৫) নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। মিজানুর ধলদা গ্রামের মৃত রাজ্জাক বিশ্বাসের ছেলে এবং লাল্টু একই গ্রামের মসলেম বিশ্বাসের ছেলে।

এর আগে গত বৃহস্পতিবার শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের সরকারের খাদ্য সহায়তা কর্মসূচির (ভিডব্লিউভি) আওতায় হতদরিদ্র নারীদের মধ্যে বিতরণ করা চাল ছিনতাইয়ের অভিযোগ উঠে স্থানীয় বিএনপি নেতা আমিনুর রহমান নেদার অনুসারীদের বিরুদ্ধে। ওই দিন বিকেলে উপজেলার রামপুর ধলদা মোড়ে এ ঘটনা ঘটে। পরে পুলিশের হস্তক্ষেপে ছিনতাই হওয়া চালের মধ্যে ৬ বস্তা চাল ফেরত পাওয়া গেলেও কাউকে আটক করা হয়নি।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের ভাষ্যমতে, ভিডব্লিউভি তালিকাভুক্ত নারীরা ইউনিয়ন পরিষদ থেকে চাল নিয়ে ভ্যানে করে বাড়ি ফেরার পথে ধলদা মোড়ে ভ্যান থামিয়ে জোরপূর্বক চাল ছিনিয়ে নেয় স্থানীয় মিজানুর, মশিয়ার, ইয়ানুর ও রফিকুলসহ কয়েকজন। এ সময় প্রত্যেক নারী থেকে এক থেকে দুই বস্তা করে চাল জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়।

ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি সংবাদমাধ্যমে উঠে এলে পুলিশের টনক নড়ে। এরপর শার্শা থানার পুলিশ ধলদা এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করে।

শার্শা থানার ওসি কে এম রবিউল ইসলাম বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরই আমরা দ্রুত মামলা রুজু করি এবং গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মিজানুর ও লাল্টুকে গ্রেপ্তার করি। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
এদিকে অভিযুক্তদের গ্রেপ্তারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে। তবে পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে এলাকাবাসী বলেন, চাল ছিনতাইয়ের মতো জঘন্য অপরাধ করে যারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তারা আইনের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে।