ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫

জমি নিয়ে সংঘর্ষ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ১১:২৭ পিএম

চট্টগ্রামের পটিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন।

গতকাল শনিবার দুপুরে উপজেলার শোভনদ-ী ইউনিয়নের রশিদাবাদ ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহতরা হলেনÑ ওই এলাকার ঈসমাইলের ছেলে আব্দুর রাজ্জাক (৪৫), আরফাতুন নূরা (২৯), শাওন (৩০) ও নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ রাশেদুল ইসলাম (২৮)।

পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। দীর্ঘদিন ধরে দুটি পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। তারই জেরে সংঘর্ষের ঘটনা ঘটে।