মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ১০:৪৬ পিএম

মতলবে আইনশৃঙ্খলার চরম অবনতি

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ১০:৪৬ পিএম

মতলবে আইনশৃঙ্খলার চরম অবনতি

  • চুরি-ডাকাতি-ছিনতাই বেড়েছে
  • জনমনে চরম আতঙ্ক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধ আশঙ্কাজনক হারে বেড়েছে। প্রায় প্রতিরাতেই কোথাও না কোথাও এ ধরনের ঘটনা ঘটছে, যা জনমনে তীব্র আতঙ্কের সৃষ্টি করেছে। চুরি ও ডাকাতির বেশিরভাগ ঘটনাই ঘটছে গভীর রাতে বিভিন্ন বাসাবাড়ি ও দোকানে। ডাকাতরা লুটে নিচ্ছে ব্যবসায়ীদের অর্থ, গৃহস্থালির মূল্যবান সামগ্রী ও গবাদিপশু।


দুর্গাপুর ইউনিয়নের পূর্ব কলসভাঙ্গা গ্রামে সম্প্রতি একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে। গত ২৪ জুন রাত ১০টার দিকে বিজিবি সদস্য মো. নাঈমের বাড়িতে ডাকাতরা তালা ভেঙে ও শাবল দিয়ে স্টিলের আলমারি ভাঙচুর করে সমস্ত মালামাল লুট করে নেয়।


পৌরসভার বারোআনী গ্রামের গর” ব্যবসায়ী মোফাজ্জল হোসেন দেওয়ান জানান, ‘রাতে একদল ডাকাত আমার বাড়িতে হামলা চালায়। তারা পিকআপ ভ্যানে করে গর” চুরি করতে আসে। আমার দুই ছেলে বাধা দিলে তাদের এলোপাতাড়ি কুপিয়ে গুর”তর জখম করে গর” নিয়ে যায়।’
অটোচালক নুর হোসেন বলেন, ‘কিস্তিতে গাড়ি কিনে সপ্তাহখানেক চালানোর পর এক রাতে চার্জে দিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি গাড়ি চুরি হয়ে গেছে।’


শাহাদাৎ নামে আরেকজন জানান, ‘শ্বশুরবাড়ি থেকে টাকা এনে পুরোনো অটোগাড়ি কিনেছিলাম। এক রাতে চার্জে দিয়ে ঘুমিয়ে পড়লে সকালে দেখি গাড়ি উধাও। ১৮ দিন পর ফেসবুকে ছবি দিয়ে শাহরাস্তি থেকে উদ্ধার করি।’


বাড়িভাঙা গ্রামের মোহন মিয়া জানান, ‘দুই দিন আগে আমার আলমারি ও শোকেসের তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে।’


আমিনপুর গ্রামের সোহাগ বলেন, ‘রাতে আমার অটোগাড়ির ব্যাটারিগুলো চুরি করে নিয়ে গেছে। এখন গাড়ি পড়ে আছে, কিস্তি দিতে পারছি না।’


গত এক মাসে উপজেলায় একাধিক চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক শৈথিল্যের কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে স্থানীয়রা মনে করছেন। প্রশ্ন উঠেছে-পূর্বে অপরাধে জড়িতরা কি এখন ছদ্মবেশে সক্রিয়, না কি নতুন কোনো চক্র সক্রিয় হয়ে উঠেছে?


প্রায় প্রতিদিন সন্ধ্যায় শ্রী-রায়েরচর ব্রিজ থেকে মতলব সেতু বেড়িবাঁধ এলাকা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এলাকাটি অন্ধকার হওয়ায় সেখানকে ‘নিরাপদ জোন’ হিসেবে বেছে নিচ্ছে অপরাধীরা।


মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব সভাপতি ফার”ক হোসেন জানান, ‘মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধ, সুজাতপুর হাইওয়ে, সাহেববাজার ব্রিজ, মোহনপুর পর্যটনকেন্দ্র ও ষাটনল এলাকাগুলোতে প্রতিনিয়ত চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। আলো স্বল্পতার কারণে এসব জায়গা অপরাধীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে।’


এ বিষয়ে মতলব সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়র”ল কবির বলেন, ‘আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হচ্ছে। চিহ্নিত অপরাধীদের তালিকা তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
 

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!