নাটোরে স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে ঢুকতে বাধা দেওয়ায় অনুষ্ঠান বয়কট করেছে জেলা বিএনপি। গতকাল শনিবার সকালে শহরের কানাইখালীতে মিনি স্টেডিয়ামে প্রবেশের সময় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে জেলা বিএনপির শীর্ষ নেতারা অনুষ্ঠান ত্যাগ করেন।
এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে বিএনপির নেতাকর্মীদের অপমান করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। এদিকে ওই স্টেডিয়াম জেলা ছাত্রদলের প্রয়াত নেতা সাইফুজ্জামান সুজনের নামে নামকরণের দাবি জানিয়ে আসছিল জেলা বিএনপি।
জেলা বিএনপি সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠি দিয়ে বিএনপি নেতাদের সদর উপজেলা স্টেডিয়াম উদ্বোধনের আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সেই মোতাবেক জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরীসহ কয়েকজন বিএনপি নেতা শনিবার সকাল সোয়া ১০টার দিকে কানাইখালী মিনি স্টেডিয়ামে যান। তারা স্টেডিয়ামের প্রধান ফটক হয়ে অনুষ্ঠানস্থলে ঢোকার সময় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক হাসিবুল্লাহ হাসিব বাধা দেন। এ ঘটনার পর বিএনপি নেতারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৩ সালে নবনির্মিত উপজেলা স্টেডিয়াম এলাকায় আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে নিহত হন জেলা ছাত্রদলের তৎকালীন সহসভাপতি সাইফুজ্জামান সুজন। গত বছরের ৫ আগস্টের পর স্টেডিয়ামটি নির্মাণকালে জেলা বিএনপির পক্ষ থেকে স্টেডিয়ামটি সাইফুজ্জামান সুজনের নামে করার দাবি জানানো হয়। চলতি আগস্টের শুরুতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাটোরে কর্মসূচি নির্ধারিত হওয়ার পর থেকে জেলা বিএনপির নেতাকর্মীরা স্টেডিয়ামের আশপাশের এলাকায় ব্যানার-ফেস্টুন টাঙিয়ে সাইফুজ্জামান সুজনের নামে স্টেডিয়াম করার দাবি তুলে ধরেন।
এ ঘটনায় গতকাল দুপুরে শহরের হরিশপুরে নিজ কার্যালয়ে জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা বিএনপির ১০ জন নেতাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু উপদেষ্টার অনুষ্ঠানে যেতে বাধা দেওয়া হয়। এ কারণে মিনি স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠান ও জেলা পরিষদের আলোচনা সভা বর্জন করা হয়।
নাটোর গোয়েন্দা পুলিশের ইনচার্জ হাসিবুর রহমান বলেন, প্রোগ্রামে নিরাপত্তাব্যবস্থা বেশ জোরদার ছিল। আমন্ত্রিত অতিথি বিএনপি আহ্বায়ক রহিম নেওয়াজকে আমি অনুষ্ঠানে ঢুকতে দিয়েছি।
পরে বিএনপি নেতাকর্মীরা সেখানে ঢুকতে চাইলে আমরা তাদের ঢুকতে দিতে পারিনি। উপদেষ্টা ও তার প্রোটকলে থাকা অতিথিদের নির্দেশনা অনুযায়ী গোয়েন্দা পুলিশ সহযোগিতা করেছে। আমি সর্বোচ্চ পেশাদারির সাথে দায়িত্ব পালন করেছি।
গতকাল সকাল সাড়ে ১০টায় ক্রীড়া উপদেষ্টা সজীব ভুঁইয়া নাটোর সদর উপজেলা স্টেডিয়ামসহ দেশের মোট ১৪টি মিনি স্টেডিয়াম উদ্বোধন করেন।